Unique Bhaiphonta : ভাই নয়, হল বোনফোঁটা! ত্রিশূল উপহার দিলেন কাউন্সিলর 'দাদা'! কোথায় হল এমন ব্যতিক্রমী আয়োজন? জানুন

Last Updated:

Unique Bhaiphonta : ভাইফোঁটায় আরামবাগে দেখা গেল অন্য চিত্র। ভাই ফোঁটা দিলেন বোনকে। অভিনব এই বোনফোঁটার আয়োজন করলেন আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ।

কাউন্সিলরের বোনফোঁটা
কাউন্সিলরের বোনফোঁটা
আরামবাগ, হুগলি, শুভদীপ ঘোষ : ভাইফোঁটায় বোনেরই ভাইদের ফোঁটা দেয়। এই ছবি দেতে মানুষ সাধারণত অভ্যস্ত। তবে আরামবাগে দেখা গেল অন্য চিত্র। ভাই ফোঁটা দিলেন বোনকে। অভিনব এই বোনফোঁটার আয়োজন করলেন আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। নিজের এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে বোনফোঁটা দিয়েছেন তিনি।
পুরসভার ১৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ১৯ জন বোনকে ফোঁটা দিলেন তিনি। আচমকা বাড়ির দরজায় কাউন্সিলর এসে তাঁদের ফোঁটা দেওয়ায় খুশি বোনেরাও। কারণ প্রথমবার তাঁরা ফোঁটা পেলেন। শুধু ফোঁটা দেওয়া নয়, একইসঙ্গে বোনেদের হাতে উপহার তুলে দিয়েছেন তিনি। উপহারে বই ও ত্রিশূল উপহার দিয়েছেন কাউন্সিলর।
advertisement
advertisement
ফোঁটা দেওয়ার পাশাপাশি এমন অভিনব উপহার দেওয়ার বিষয়টিও চর্চায় উঠে এসেছে। মেয়েদের আত্মরক্ষার্থে এই ত্রিশূল উপহার বলে কাউন্সিলরের দাবি করেছেন। এছাড়াও এই অভিনব বোনফোঁটা আয়োজনের কারণ হিসেবে কাউন্সিলরের দাবি, দাদা হিসেবে নতুন বোন পাতানো ও বোনেদের দ্বায়িত্ব নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।
advertisement
স্থানীয় মহলে এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা ছড়িয়েছে। অনেকেই জানিয়েছেন, এই ধরনের প্রতীকী উদ্যোগ সমাজে নারী সম্মান ও নিরাপত্তার বার্তা ছড়াতে সাহায্য করবে। তাছাড়াও বিভিন্ন সময়ে যেভাবে মেয়েদের নির্যাতনের শিকার হওয়ার খবর উঠে আসে, সেখানে মেয়েদর আাত্মরক্ষার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ হয়েছে। তার প্রতীক হিসেবে এই উপহার বলে দাবি করেছেন কাউন্সিলর দাদা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Bhaiphonta : ভাই নয়, হল বোনফোঁটা! ত্রিশূল উপহার দিলেন কাউন্সিলর 'দাদা'! কোথায় হল এমন ব্যতিক্রমী আয়োজন? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement