TRENDING:

Hooghly: কর্মস্থলে মানসিক নির্যাতনের শিকার! গঙ্গায় ঝাঁপ হবু কনের, উদ্ধার সু*ইসাইড নোট, চন্দননগরে চাঞ্চল্য

Last Updated:

Hooghly News: কর্মস্থলে মানসিক নির্যাতনের শিকার যুবতী। বেছে নিলেন কঠিন পদক্ষেপ। আগামী বছর ৩ ফেব্রুয়ারী তরুণীর সামাজিক বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ পাকা হয়েছিল। কিন্তু তার আগেই গঙ্গায় ঝাঁপ দিলেন চন্দননগরের মানালী ঘোষ। উদ্ধার সুইসাইড নোট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: আইনি বিয়ে হয়েছে তিন বছর আগে। আগামী বছর ৩ ফেব্রুয়ারী সামাজিক বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ পাকা হয়েছিল। কিন্তু তার আগেই গঙ্গায় ঝাঁপ দিলেন চন্দননগরের যুবতী। উদ্ধার সুইসাইড নোট।
গঙ্গায় ঝাঁপ দিলেন চন্দননগরের যুবতী
গঙ্গায় ঝাঁপ দিলেন চন্দননগরের যুবতী
advertisement

চন্দননগর বৌবাজার বটতলার বাসিন্দা মানালী ঘোষের (২৫) সঙ্গে বৌবাজার শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের আইনি বিবাহ হয় বছর তিনেক আগে। মানালী গত তিন বছর ধরে চন্দননগর বাগবাজারে জিটি রোডের পাশের একটি অলঙ্কারের দোকানে সেলস গার্লের কাজ করতেন। আর সেই দোকান মালিকের নামই সুইসাইড নোটে লিখে গিয়েছেন তরুণী।

আরও পড়ুনঃ মায়ের সামনে নরবলি! ভোগে মাছের কালিয়া-সহ ১০৮ রকম পদ, সিমলাগড়ের দক্ষিণা কালী ভক্তদের মনস্কামনা অপূর্ণ রাখেন না

advertisement

যুবতীর পরিবার জানিয়েছে, গত তিন দিন ধরে তার কর্মস্থলে কোন সমস্যা দেখা দেয়। স্থানীয়রা জানান, একদিন দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতেও দেখা যায়। মঙ্গলবার সকালে কাজে এসেছিলেন যুবতী। তিনি চাকরি ছেরে দিচ্ছেন বলে তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এদিন মানালী দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎকে ফোন করেন। চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসেছিলেন। তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ মারেন। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে। নামানো হয় ডুবুরি স্পিডবোট। পুলিশ জানিয়েছে, যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু, চরম বিপাকে বসিরহাটের মাছ চাষ

যুবতীর ভাসুর শুভজিৎ রায় বলেন, ‘দোকানে কোন একটা সমস্যা চলছিল তবে সেটা ঠিক কী আমরা বলতে পারব না। আজ সকালে দোকানে ঝামেলা হয় তারপর সেখান থেকে বেরিয়ে যায়। ভাইকে ফোন করে মানালী জানিয়েছিল, দোকানের কাজটা আর নেই। ভাই একটি কারখানায় কাজ করে। চন্দননগর স্ট্যান্ডে মানালীকে বসতে বলে ভাই। এরপর যখন সে পৌঁছায় ততক্ষণে সব শেষ’।

advertisement

দোকানের মালিক দম্পতি সঞ্জয় দাস ও মমতা দাস। মমতাকে পুলিশ আটক করেছে। তিনি পুলিশকে জানান, মানালীর মাসনিক অবসাদ ছিল। যদিও মানালীর বাবা ও প্রতিবেশিরা সেই অভিযোগ মানতে চাননি। মানালীর বাবা মানস ঘোষের পালটা অভিযোগ, যে দোকানে কাজ করতেন মানালী সেখানে মানসিক নির্যাতন করা হয়েছে তাই এমন ঘটনা ঘটিয়েছে তাঁর মেয়ে।

advertisement

Suicide Disclaimer

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly: কর্মস্থলে মানসিক নির্যাতনের শিকার! গঙ্গায় ঝাঁপ হবু কনের, উদ্ধার সু*ইসাইড নোট, চন্দননগরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল