Sunshade Collapsed: বাড়িতে টিনের শেড মেরামতির সময় আচমকা দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, গুরুতরভাবে জখম শিশু-সহ ৫

Last Updated:

Nadia Sunshade Collapsed: বাড়িতে টিনের শেড মেরামতির কাজ চলাকালীন আচমকা দুর্ঘটনাটি। ভেঙে পড়ল কংক্রিটের সানশেড। গুরুতরভাবে আহত এক শিশু, এক মহিলা-সহ পাঁচজন। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামে।

+
সানশেড

সানশেড ভেঙে চাপা পড়ে আহত শিশু-সহ ৫

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: কংক্রিটের সানশেড ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হলেন এক শিশু, এক মহিলা-সহ পাঁচজন। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রাপুর গ্রামের বাসিন্দা উপেন মণ্ডলের বাড়িতে টিনের শেড মেরামতির কাজ চলছিল। কাজটি করছিলেন সোনারুল সেখ নামে এক নির্মাণ শ্রমিক। সেই সময় ঘরের সানশেডের নিচে বসে ছিলেন বাড়ির সদস্যরা। হঠাৎই কংক্রিটের সানশেডটি ভেঙে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যে চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা।
আরও পড়ুনঃ  ভাইফোঁটার পরের দিনই সাংঘাতিক দৃশ্য! খালে ভাসছে সদ্যজাতের দেহ, কার বাড়ির সন্তানের এমন দশা হল?
এই দুর্ঘটনায় বাড়ির মালিক উপেন মণ্ডল, তাঁর ছেলে ও নাতি, এক মহিলা আত্মীয় এবং নির্মাণ শ্রমিক সোনারুল সেখ গুরুতরভাবে জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক অনুমান, পুরনো সানশেডের ভিতরে ফাটল ধরায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, পুরনো ভবনগুলিতে সংস্কারের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sunshade Collapsed: বাড়িতে টিনের শেড মেরামতির সময় আচমকা দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, গুরুতরভাবে জখম শিশু-সহ ৫
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement