TRENDING:

Unique Bhaiphonta : ভাই নয়, হল বোনফোঁটা! ত্রিশূল উপহার দিলেন কাউন্সিলর 'দাদা'! কোথায় হল এমন ব্যতিক্রমী আয়োজন? জানুন

Last Updated:

Unique Bhaiphonta : ভাইফোঁটায় আরামবাগে দেখা গেল অন্য চিত্র। ভাই ফোঁটা দিলেন বোনকে। অভিনব এই বোনফোঁটার আয়োজন করলেন আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ, হুগলি, শুভদীপ ঘোষ : ভাইফোঁটায় বোনেরই ভাইদের ফোঁটা দেয়। এই ছবি দেতে মানুষ সাধারণত অভ্যস্ত। তবে আরামবাগে দেখা গেল অন্য চিত্র। ভাই ফোঁটা দিলেন বোনকে। অভিনব এই বোনফোঁটার আয়োজন করলেন আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। নিজের এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে বোনফোঁটা দিয়েছেন তিনি।
কাউন্সিলরের বোনফোঁটা
কাউন্সিলরের বোনফোঁটা
advertisement

পুরসভার ১৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ১৯ জন বোনকে ফোঁটা দিলেন তিনি। আচমকা বাড়ির দরজায় কাউন্সিলর এসে তাঁদের ফোঁটা দেওয়ায় খুশি বোনেরাও। কারণ প্রথমবার তাঁরা ফোঁটা পেলেন। শুধু ফোঁটা দেওয়া নয়, একইসঙ্গে বোনেদের হাতে উপহার তুলে দিয়েছেন তিনি। উপহারে বই ও ত্রিশূল উপহার দিয়েছেন কাউন্সিলর।

আরও পড়ুন : আগুন দামে পুড়ছে পকেট, তারপরেও লম্বা লাইন! আয়োজনে খামতি নেই, মিষ্টি-মাংসের দোকানে উপচে পড়া ভিড়

advertisement

ফোঁটা দেওয়ার পাশাপাশি এমন অভিনব উপহার দেওয়ার বিষয়টিও চর্চায় উঠে এসেছে। মেয়েদের আত্মরক্ষার্থে এই ত্রিশূল উপহার বলে কাউন্সিলরের দাবি করেছেন। এছাড়াও এই অভিনব বোনফোঁটা আয়োজনের কারণ হিসেবে কাউন্সিলরের দাবি, দাদা হিসেবে নতুন বোন পাতানো ও বোনেদের দ্বায়িত্ব নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।

আরও পড়ুন : পরপর দু’দিনে প্রাণ গেল দুজনের! বারবার দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক, সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক আবরোধ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

স্থানীয় মহলে এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা ছড়িয়েছে। অনেকেই জানিয়েছেন, এই ধরনের প্রতীকী উদ্যোগ সমাজে নারী সম্মান ও নিরাপত্তার বার্তা ছড়াতে সাহায্য করবে। তাছাড়াও বিভিন্ন সময়ে যেভাবে মেয়েদের নির্যাতনের শিকার হওয়ার খবর উঠে আসে, সেখানে মেয়েদর আাত্মরক্ষার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ হয়েছে। তার প্রতীক হিসেবে এই উপহার বলে দাবি করেছেন কাউন্সিলর দাদা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Bhaiphonta : ভাই নয়, হল বোনফোঁটা! ত্রিশূল উপহার দিলেন কাউন্সিলর 'দাদা'! কোথায় হল এমন ব্যতিক্রমী আয়োজন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল