Hooghly News: ফ্ল্যাট থেকে 'বাঁচাও, বাঁচাও' চিৎকার! পুজোর মোমবাতি থেকে ঘরে আগুন, দীপাবলির আবহে চন্দননগরে অগ্নিকাণ্ড
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Hooghly News: জানা যাচ্ছে, বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। সেই সঙ্গে আবাসিক বৃদ্ধ উপর থেকে 'বাঁচাও, বাঁচাও' চিৎকার করছিলেন। এরপর স্থানীয় এক ব্যক্তি গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষঃ আলোর উৎসবের আবহে অগ্নিকাণ্ড। পুজোর মোমবাতি থেকে একটি ফ্ল্যাটে আগুন লেগে গেল। বাইরে থেকে ধোঁয়া দেখা যায়। স্থানীয় এক ব্যক্তি ফ্ল্যাটের দরজা ভেঙে আবাসিক বৃদ্ধকে উদ্ধার করেন। চন্দননগর বড়বাজারের একটি আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন কালীপুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। সোমবার রাজ্যের নানা প্রান্তে মা কালীর পুজো হয়েছে। এই উৎসবের আবহেই চন্দননগরের বড়বাজারের একটি আবাসনের ফ্ল্যাটে আগুন লেগে যায়। পুজোর মোমবাতি থেকে অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুনঃ মায়ের সামনে নরবলি! ভোগে মাছের কালিয়া-সহ ১০৮ রকম পদ, সিমলাগড়ের দক্ষিণা কালী ভক্তদের মনস্কামনা অপূর্ণ রাখেন না
জানা যাচ্ছে, বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। সেই সঙ্গে আবাসিক বৃদ্ধ উপর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার করছিলেন। এরপর স্থানীয় এক ব্যক্তি গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের দু’টি ইঞ্জিন। তবে আগুন ছড়িয়ে পড়েনি। সেই কারণে আবাসনের অন্য ফ্ল্যাটের কোনও ক্ষতি হয়নি। তবে ধোঁয়ার কারণে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন।
advertisement
advertisement
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সাউ। তিনি জানান, তিনতলার ফ্ল্যাটে বৃদ্ধ একাই ছিলেন। হঠাৎ চিৎকার শুনে একজন গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। দেরি হলে বিপদ হতে পারত। পরে দমকল বাকি কাজ করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
October 21, 2025 9:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ফ্ল্যাট থেকে 'বাঁচাও, বাঁচাও' চিৎকার! পুজোর মোমবাতি থেকে ঘরে আগুন, দীপাবলির আবহে চন্দননগরে অগ্নিকাণ্ড