আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন
ট্রেন চালুর আট দিনে চারবার আক্রান্ত হল বন্দে ভারত। সোমবার ট্রেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ঘটে এই ঘটনা। ট্রেনের সি-ফাইভ কামরা লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। পাথরের আঘাতে কাচ ভাঙ্গে সি ফাইভ কামরা। ঘটনার তদন্তে নেমেছে হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের কাছে পুলিশের আধিকারিকরা গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা কেউ বা কাউকে পাথর ছুড়তে দেখেছেন কিনা সেই বিষয়ে।
advertisement
নতুন বছরের প্রথম দিন থেকেই বারবার আক্রান্ত হচ্ছে বাংলার সব থেকে দ্রুতগামী বুলেট ট্রেন বন্দদে ভারত। ট্রেন চালুর দ্বিতীয় দিন থেকে ট্রেনের উপর আক্রমণ শানাচ্ছেন দুষ্কৃতীরা। দুই তারিখ, ৪ তারিখ ও ৮ তারিখের পর আজ অর্থাৎ ৯ তারিখেও আক্রমণ হল বন্দে ভারত ট্রেনের উপরে। ট্রেনের সি নাইন, সি-টেন ও সি-ইলেভেন কামরার পর সোমবার হুগলির দাতপুর থেকে পাথর ছড়া হলো সি ফাইভ কামরা লক্ষ্য করে।
আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর, হুগলির দাঁতপুর এলাকায় যে অঞ্চল থেকে পাথর ছোড়া হয়েছে সেখানে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খোঁজ শুরু করা হয়েছে। কে বা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত তাদের তল্লাশি চলছে । গ্রামের মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা চলছে কেউ পাথর ছুঁড়তে দেখেছে কিনা সেই বিষয়ে। এই কাজের জন্য রেল পুলিশ কে যথাযথ সাহায্য করার আশ্বাসও জানিয়েছেন গ্রামীণ পুলিশ সুপার।
রাহী হালদার