তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে আসছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বছরও বাদ পড়েনি জন্মদিন পালনে। প্রতিষ্ঠা দিবসের সকালে কেক কেটে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে পশ্চিমবঙ্গের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক বলেন, এই দিনটি তাদের কাছে খুবই মাহাত্ম্যপূর্ণ একটি দিন। ৪৪ বছর আগে এই দিনেই লার্ক অ্যাসোসিয়েশনের প্রথম পথচলা শুরু হয়েছিল।
advertisement
এখন গোটা রাজ্যব্যাপী প্রায় ৬০ হাজার সদস্য রয়েছেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের। রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলার আদালত থেকে শুরু করে পরিবহন দফতর ভূমি সংস্কার দফতর রেজিস্ট্রি অফিস সমস্ত জায়গাতেই অ্যাসোসিয়েশনের জন্মদিন পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কোথাও রক্তদান শিবির কোথাও স্বাস্থ্য শিবির কোথাও আলোচনা সভা তাৎক্ষণিক বক্তৃতা মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে অ্যাসোসিয়েশনের জন্মদিন।
Rahi Haldar