TRENDING:

Hooghly News: পঞ্চায়েতে 'ফল' দিতে না পারায় মণ্ডল সভাপতিদের বদলে ফেলল বিজেপি! পার্টি অফিসে তুমুল বিক্ষোভ

Last Updated:

মণ্ডল সভাপতি পরিবর্তনের প্রতিবাদে হুগলির বিজেপি জেলা অফিসে দলীয় কর্মীদের তুমুল বিক্ষোভ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পঞ্চায়েত ভোট মিটতেই সংগঠনিক রদবদল বিজেপিতে। হুগলি সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতিদের বেশিরভাগকেই বদলে ফেলল প্রধান বিরোধী দল। গেরুয়া শিবিরের একটি অংশের দাবি ভোটে খারাপ ফলের জেরেই এই রদবদল। আর এতেই ক্ষুব্ধ সদ্য প্রাক্তন মণ্ডল সভাপতি ও তাঁদের অনুগামীরা বৃহস্পতিবার জেলা কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান। তাঁদের নিশানায় ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও জেলা সভাপতি তুষার মজুমদার। অভিযোগ, লকেট ও তুষার ঘনিষ্ঠদের বেছে বেছে নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে।
advertisement

সদ্য পদ হারানো বিজেপি নেতারা দলের‌ই সাংসদ ও জেলা সভাপতির উপর এদিন ক্ষোভ উগড়ে দেন। তাঁদের দাবি, যারা পঞ্চায়েত ভোটে দলের হয়ে কাজ করেনি তাদেরকেই মণ্ডল সভাপতি পদে বসানো হয়েছে। হুগলি সাংগঠনিক জেলর ৩০ টি মণ্ডলের মধ্যে ২২ টিতেই সভাপতি বদল করা হয়েছে। এই বিষয়ে নিচু তলায় কো‌ন‌ও আলোচনা না করার অভিযোগ উঠেছে জেলা নেতৃত্বের বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন: বর্ষার শুরুতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি

পদ যেতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে ধনিয়াখালি মণ্ডলের সদ্য প্রাক্তন সভাপতি তনুশ্রী দাস বলেন, পঞ্চায়েত ভোটে আমরা পড়ে পড়ে মার খেলাম। জেলা সভাপতিকে পাশে পাইনি। তৃণমূলের সঙ্গে লড়াই আমরা করছি আর পদ দেওয়া হচ্ছে অন্যদের। জেলা সভাপতি তুষার মজুমদারের বিরুদ্ধে তৃনমূলের সঙ্গে সেটিং করে চলার অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে যারা টাকা তুলতে পারবে তাঁদেরকেই মণ্ডল সভাপতি পদে বসানো হয়েছে।

advertisement

View More

দলীয় নেতৃত্বের একাংশের এই বিক্ষোভে অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি। ব্যাপারটা হালকা করতে গিয়ে জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ‘আমার সময়ই ওদের মণ্ডল সভাপতি করা হয়েছিল। সবাই বিজেপির সৈনিক। ওদের জেলায় পদ দেওয়া হয়েছে, আরও বড় দায়িত্ব দেওয়া হবে। সেটা হয়তো বুঝতে পারছে না। কীসের সেটিং, কার সঙ্গে সেটিং আমি জানি না। দুঃখে, অভিমানে হয়তো ওরা এসব বলেছে। পাশাপাশি মণ্ডল সভাপতি বদলে ফেলার দায় একা নিজের ঘরে নিতে রাজি হননি তুষারবাবু। তাঁর দাবি, জেলার চারজন সাধারণ সম্পাদক এবং রাজ্য নেতৃত্বের অনুমোদনে এই রদবদল হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতের বুকেই মায়াপুর ইসকন মন্দির! দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পঞ্চায়েতে 'ফল' দিতে না পারায় মণ্ডল সভাপতিদের বদলে ফেলল বিজেপি! পার্টি অফিসে তুমুল বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল