সুপার হিরোর মতন দৌড়ে এসে মরণাপন্ন দুই মহিলাকে প্রাণে বাঁচালেন যে সিআরপিএফ জওয়ান তাঁর নাম আশিষ সিং। হাওড়া লিলুয়ার বাসিন্দা আশিষ বাবু ওই দিন সকালে সবে মাত্র ডিউটিতে যোগ দিয়েছিলেন, আর ঠিক তখনই দেখতে পান এই ঘটনা। নিজের জীবনের পরোয়া না করে দুই মহিলা যাত্রীর জীবন বাঁচাতে দৌড়েছিলেন তিনি। তাঁর সব কর্মকাণ্ড ধরা পড়েছে ব্যান্ডেলের সিসিটিভি ক্যামেরায়।
advertisement
এরপরই আশিষ বাবুকে বুধবার বিকেলে ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে একটি বিশেষ বীরত্বের সার্টিফিকেট প্রদান করেন ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার গৌতম অরোরা ও আরপিএফ এর ইন্সপেক্টর জেনারেল কাম পিসিএসসি পারমশিভ।প্রত্যক্ষদর্শী একজন হকার বলেন, হাওড়া থেকে ব্যান্ডেলগামী ছিল ট্রেনটি। ভোরের বেলা খুব বেশি লোকজন ছিল না। ট্রেন ছেড়ে দেওয়ার পরই দু'জন মহিলা ট্রেনে উঠতে যান। তখনি ঘটে বিপত্তি। সময় মতন ওই আরপিএফ কর্মী যদি না বাঁচাতেন তাহলে হয়ত মহিলারা মারাই যেতেন।
Rahi Haldar