ফলে মশার লার্ভা বাড়ছে। পৌরসভার কর্মীর গেলে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। ইতি মধ্যে বেশ কয়েকটি বাড়ি চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গি বারবারন্ত কমাতে এই পদক্ষেপ বলে দাবি পৌরসভার পুরপ্রধানের। এর আগেও ডেঙ্গি মোকাবিলার জন্য তৎপর হয়েছিল পুরসভা। জায়গায় জায়গায় মশা মারার তেল স্প্রে কখনও বা ধোঁয়া দিয়ে মশা মারার চেষ্টা। এমনকি ডেঙ্গির লার্ভা নষ্ট করার জন্য জায়গায় জায়গায় গাপ্পি মাছ ও ছাড়া হয়।
advertisement
আরও পড়ুনঃ নব চৈতন্যের বাসভূমিতে রামকৃষ্ণের পদার্পণ উৎসব
বাইরের পরিবেশ কে বাঁচানোর জন্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা। জনগনকে সচেতন করার জন্য মাইকিং এর সাহায্যে প্রচার ও করা হয়। এমনকি পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ও মানুষদের ডেঙ্গির ভয়াবহতা নিয়ে সচেতন করেন। কিন্তু বার বার বলার পরেরও জনগন সচেতন হচ্ছে না এমন তাই দাবি পুরপ্রধান পিন্টু মাহাতোর। তাই এইবার আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা।
Rahi Haldar