আয়ুষ মেলার এক চিকিৎসক জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যে আয়ুষ শাখা রয়েছে সেখান থেকে আরামবাগ মহকুমার একটি আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে, যা কামারপুকুর গ্রামীন হাসপাটালে নিবেদন করা হয়েছে। সেখানে আমরা তিন দিনব্যাপী আয়ুর্বেদিক,যোগা সহ তিনটি রোগের পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা রেখেছি।যার সাথে সাথে বিনা ব্যয়ে কিছু ওষুধও রেখেছি।
advertisement
এই মেলাতে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন এবং চিকিৎসা করবেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনদিন মেলাটি আমরা চালিয়ে যাব। যার কারণ জনসাধারণের মধ্যে এই আয়ুষের ব্যাপারটা খুব একটা সচেতনতা নেই। আমাদের উদ্দেশ্যই হচ্ছে কত কম ব্যয় আমরা চিকিৎসা করতে পারি এবং কত কম সাইডইফেক্ট এর চিকিৎসা করতে পারি সেটাই প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ায় উদ্দেশ্য।
এর জন্য আমরা মাইকিং, লিফলেট বিভিন্ন প্রক্রিয়ায় প্রচার করেছি। কামারপুকুর গামীন হাসপাতালে আয়ুর্বেদিকের ছয় দিন আমরা পরিষেবা দিয়ে থাকি। বিনা ব্যয়ে ঔষধ এবং পরিষেবা দিয়ে থাকি। এর ফলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে বলে জানান।
Kamarpukurhttps://maps.app.goo.gl/LhJZJzdzzBtabwhc8
শুভজিৎ ঘোষ