রমজান মাসে সংখ্যালঘু মানুষেরা উপবাস করেন তাদের ধর্মীয় রীতি অনুসারে। ঠিক তেমনই যে সমস্ত মানুষজন গাজন উৎসবে অংশগ্রহণ করেন তাদেরও কিছু রীতিনীতি পালন করতে হয়৷ সন্ন্যাসীরা উপোস বা ফলাহার করে দিন কাটান৷ আরামবাগ জুম্মা মসজিদের ইমাম জানান, ফল উপহার পেয়ে তাঁরা খুবই খুশি। তিনি বলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে সমস্ত মানুষকে একসঙ্গে বাঁচতে হবে৷ পুলিশের এই উদ্যোগকে অভিনন্দন জানান তিনি৷(Hooghly News)
advertisement
মঙ্গলবার সন্ধ্যেবেলায় আইসি বরুণ ঘোষ এর নেতৃত্বে একদল পুলিশকর্মী ঝুড়ি বোঝাই ফল নিয়ে হাজির হন আরামবাগ বারোয়ারিতে। সেখানে তখন চলছিল গাজন উৎসব। সন্ন্যাসীদের হাতে ফলের ঝুড়ি তুলে দেন পুলিশকর্মীরা।
Rahi Haldar
Location :
First Published :
April 13, 2022 6:42 PM IST