আরও পড়ুন: সংস্কারের নামে পাঁচ বছর ধরে বন্ধ রামপুরহাটের সংস্কৃতি মঞ্চ
এই অত্যাধুনিক কাটার মেশিন দিয়ে শুধু যে আগাছা পরিষ্কার করা যায় তা নয়। এটা দিয়ে ফুটবল মাঠের ঘাসও সমানভাবে কাটার সম্ভব। দুর্গাপুজোর আগে এমন অত্যাধুনিক মেশিন আসায় আগাছা পরিষ্কার করা অনেকটাই সুবিধাজনক হয়ে গেল পুর কর্মীদের কাছে।
advertisement
উল্লেখ্য, আরামবাগ মহকুমর বেশ কিছু এলাকায় রাজ্য সড়কের উপর থেকে খেলার মাঠ জঙ্গল এবং আগাছায় পরিপূর্ণ হয়ে উঠেছে। যার ফলে বর্ষার সময় সেই জায়গাগুলিতে সাপের উপদ্রব বাড়ে। এমনকি এবছর সাপের ছোবলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই অপরিষ্কার জঙ্গল পরিষ্কারের কাজে এই অত্যাধুনিক কাটার মেশিন অনেকটাই সাহায্য করবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। এই বিষয়ে স্থানীয় ক্লাবের সভাপতি তারক ঘোষ জানান, যন্ত্র চালিত কাটার মেসিন নিয়ে আসার ফলে মহকুমার বিভিন্ন জায়গা যেমন পরিষ্কার হবে ঠিক সেরকমই ফুটবল খেলার মাঠগুলিও দ্রুত পরিষ্কারের কাজ যাবে। যার ফলে প্রচুর ছেলেমেয়ের খেলাধুলোর দিক থেকে অনেকটাই সুবিধা হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ।
এই প্রসঙ্গে আরামবাগের পুরপ্রধান সমীর ভান্ডারী জানান, এই মেশিন একইসঙ্গে ঘাস কাটা এবং ঘাস পরিষ্কার করার কাজে ব্যবহার করা যাবে। এর জন্য পুরসভা প্রায় ২ লাখ টাকা খরচা করছে।
শুভজিৎ ঘোষ