আরও পড়ুন: শরীরের জন্য দারুণ ভাল হেলেঞ্চা শাক! তেতো এই শাক দিয়ে এবার বানান মুচমুচে পকোড়া!
আর সেই ডেঙ্গিপ্রতিরোধ করতে ড্রোন উড়িয়ে শহরের বিল্ডিং গুলির উপর জল জমে আছে কিনা বা কোথাও আবর্জনার রয়েছে কি না তা দেখা হচ্ছে। মূলত যেখান থেকে মশার জন্ম নিতে পারে সেই জায়গাগুলির নজর রাখা হবে। ডেঙ্গির মশা বা লাভা সৃষ্টি না হয় এইজন্যই ড্রোন উড়িয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: খানাকুলের বন্যার জল নামতেই শুরু সংক্রমণ, প্রস্তুত স্বাস্থ্য দফতর ও প্রশাসন
এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি জানান,কোন বাড়ির ছাদে জল জমে আছে কিনা সেই জন্য এই ড্রোন সার্ভে।ড্রোন মাধ্যমে কোথাও যদি নোংরা আবর্জনা থেকে জমা জল নজরে পড়ে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষরা পদক্ষেপ নেবেন।মূলত শহরে যে সমস্ত বড় বড় বিল্ডিং সেগুলোই নজরে পড়ে না তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
অন্যদিকে পৌরসভার সিটি ম্যানেজার সোমনাথ ঘোষ জানিয়েছেন কোন কোন বাড়ি হাসপাতাল বা নার্সিংহোমে ছাদে জল জমে থাকছে আর সেখান থেকেই সৃষ্টি হচ্ছে ডেঙ্গি মশা। তার জন্যই ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে কিনা বা নোংরা আবর্জনা পড়ে রয়েছে কি না। প্রতিদিনই পৌরসভার তরফ থেকে ড্রোন উড়িয়ে সার্ভে চলবে।সব মিলিয়ে এখন দেখার ড্রোন মাধ্যমে সার্ভে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শহর না এভাবেই বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা রয়ে যাবে এখন সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ।
Suvojit Ghosh