আরও পড়ুন: তিস্তা পাড়ে সবুজ-মেরুন পতাকা উত্তোলন বর্ষিয়ান বাগান সমর্থকের
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে হৃদ যন্ত্রের সমস্যা নিয়ে ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর বাড়ি হুগলির গোঘাটের দড়ি নকুন্ডায়। মৃত সুফিয়া বেগমের মেয়ে হালিমা বেগমের দাবি, মা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন শনিবার ছেড়ে দেওয়া হবে। সেইমতো এদিন তিনি মাকে নিতে হাসপাতালে আসেন। একটা দরকারে মা’কে বসতে বলে একটু বেরিয়েছিলেন। কিন্তু ভুল করে ভিজিটিং কার্ড সঙ্গে না নিয়ে হাসপাতালের বেডে ফেলে আসেন। এরপর ফের ওয়ার্ডে ঢুকতে গেলে ভিজিটিং কার্ড না থাকায় তাঁকে বাধা দেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী। অনেক বোঝালেও ঢোকার অনুমতি দেয়নি। এই নিয়ে দীর্ঘক্ষণ তর্কাতর্কি চলে। এদিকে অনেকক্ষণ পরিবারের কাউকে দেখতে না পেয়ে ওই বৃদ্ধা নিজে বেড থেকে নামার চেষ্টা করেন। আর তাই করতে গিয়ে পড়ে যান। তাতেই মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
advertisement
ওই বৃদ্ধার আকস্মিক মৃত্যুতে উত্তেজিত হয়ে পড়েন তাঁর পরিজনেরা। উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখায় হাসপাতালের গেটের সামনে। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। এদিকে রোগী মৃত্যুর এই ঘটনায় কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
শুভজিৎ ঘোষ