আরও পড়ুন: পয়লা বৈশাখ এসে পড়লেও ভিড় নেই চৈত্র সেলের বাজারে
হুগলির গোঘাটের হরিহরপুরে একটি পুকুর কাটাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পুকুর কেটে যে মাটি উঠছে তা রাতের অন্ধকারে ট্রাকে করে বাইরে পাচার হচ্ছে। তাঁরা ওই কাজকে বেআইনি বলে দাবি করেন। এই নিয়ে ১৭ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষ। সেইসঙ্গে তাঁদের দাবি, অসংখ্য ট্রাকের আনাগোনার ফলে এলাকার ড্রেন ও রাস্তার ক্ষতি হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুকুরের মালিকপক্ষ। তাঁদের দাবি, পুকুর কেটে যে মাটি উঠছে তা দিয়ে পুকুরেরই পাড় বাঁধানো হচ্ছে। বাইরে কোনও মাটি নিয়ে যাওয়া হচ্ছে না।
advertisement
এলাকার মানুষের অভিযোগের জবাব দিতে গিয়ে পুকুর কাটার বরাত প্রাপ্ত ঠিকাদার আবার অন্য কথা বলেছেন। তিনি বলেন, পুকুরে মাটি কাটানো হলেও তা বিক্রি করা হচ্ছে না। অতিরিক্ত মাটি এলাকার দু-চারজন মানুষকে এমনিই দিয়ে দেওয়া হচ্ছে। যদিও এলাকাবাসীর প্রশ্ন, পুকুর কাটানোর মাটি দিয়ে যদি পুকুরের পাড়ই বাঁধানো হবে তবে প্রতিদিন অসংখ্য ট্রাক্টরে করে মাটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন সেই প্রশ্নও তুলেছে এলাকার মানুষ।
শুভজিৎ ঘোষ