Birbhum News: পয়লা বৈশাখ এসে পড়লেও ভিড় নেই চৈত্র সেলের বাজারে

Last Updated:

বীরভূমের সদর শহর সিউড়ির বড় বড় পোশাক দোকানগুলো এই বছর কার্যত মাছি তাড়াচ্ছে। চৈত্র সেলের জমজমাট বাজার এবার না লাগায় ব্যবসায়ীরা অত্যন্ত হতাশ।

+
title=

বীরভূম: পয়লা বৈশাখের আর এক সপ্তাহও বাকি নেই। খুশির ইদ বা ইদ-উল-ফিতরের‌ও দু'সপ্তাহের কম সময় বাকি। কিন্তু এমন জমজমাট উৎসবের মরশুমে‌ও জামা-কাপড়ের দোকানের সেই চেনা ভিড়টাই যেন উধাও। এই বছর বিক্রিবাটা এতটাই কম যে অনেক পরিচিত দোকান চৈত্র সেলের জন্য আলাদা করে স্টল করেনি। পোশাক বিক্রেতারাই বলছেন, এই বছর চৈত্র সেলের বাজার আর উঠবে না। এই অবস্থায় লোকসানের ধাক্কা কিছুটা কমাতে তাঁরা ইদের বাজারের দিকে তাকিয়ে আছেন।
advertisement
সদর শহর সিউড়ির বড় বড় পোশাক দোকানগুলো এই বছর কার্যত মাছি তাড়াচ্ছে। চৈত্র সেলের জমজমাট বাজার এবার না লাগায় ব্যবসায়ীরা অত্যন্ত হতাশ। অনেকেই সব পুঁজি লাগিয়ে চৈত্র সেলের জন্য মাল তুলেছিলেন। তার প্রায় কিছুই বিক্রি না হওয়ায় কী করে বিনিয়োগ করা টাকা বাজার থেকে তুলবেন তা তাঁরা ভেবে উঠতে পারছেন না। পাবেন আগামী কয়েকদিনে ইদের বাজার যদি জমে ওঠে তবে কিছুটা হলেও ধাক্কা সামলানো যাবে। সেই ভরসাতেই দিন গুনছেন পোশাক বিক্রেতারা।
advertisement
সিউড়ির বাসস্ট্যান্ড, কোর্ট বাজার, মসজিদ মোড় সংলগ্ন এলাকায় পোশাকের দোকানগুলি প্রতিবছরই চৈত্র সেলের জন্য পৃথকভাবে সেজে ওঠে। দোকানের সামনে বা রাস্তার ধারে আলাদা করে সেলের স্টল খোলা হয়। কিন্তু এই বছর সেই চেনা ছবিটাই উধাও। অনেকে স্টল খোলেননি আর যারা স্টল খুলেছেন সেখানেও আশানুরূপ ভিড় নেই। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই বছর বিক্রিবাটা অন্যবারের তুলনায় অনেকটা কম। তাঁদের দাবি, অন্যান্য বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দোকানে ভিড় লেগে যায়। সেলের বাজারে মূলত সন্ধের দিকে ক্রেতাদের ভিড় হয়। কিন্তু এবছর সেই অর্থে ক্রেতার দেখাই মেলেনি সারা মাস ধরে। বাজারে ক্রেতাদের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে আমজনতার রোজগারের অভাব এবং মানুষের হাতে পর্যাপ্ত টাকা না থাকাকেই দায়ী করছেন বিক্রেতারা। তাঁদের মতে, গ্রামের মানুষের হাতে এবছর খুব একটা অর্থ আসেনি।
advertisement
একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে অর্থের টান পড়েছে নিম্নবিত্ত শ্রেণির পকেটে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও রকেট গতিতে বাড়ছে। তার ফলে পোশাকের দামও অনেকটা বেড়েছে। এই পরিস্থিতিতে যে শ্রেণির হাতে অর্থ আছে তারা বড় শহরে বা বড় শপিংমলে বাজার করছে। কিন্তু যাদের হাতে অর্থ নেই তারাই মূলত এই চৈত্র সেলের বাজারের মূল ক্রেতা। সব মিলিয়ে এবারের চৈত্র সেল ব্যবসার দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ।
advertisement
শুভদীপ পাল
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পয়লা বৈশাখ এসে পড়লেও ভিড় নেই চৈত্র সেলের বাজারে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement