Coochbehar News: এভাবে মুহূর্তে শেষ তিনটি তরতাজা প্রাণ! কী ঘটল দিনহাটায়

Last Updated:

মৃত তিন বাইক আরোহীর নাম সুব্রত বর্মন, নিখিল বর্মন এবং আশুতোষ বর্মন। তাঁদের বাড়ি সিতাইয়ের ধূমেরখাতা এলাকায়।

বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন ব্যক্তি!
বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন ব্যক্তি!
কোচবিহার: বাইকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহীর‌ই মৃত্যু হল। সপ্তাহের প্রথম কাজের দিন‌ই দিনাহাটার রথবাড়ি ঘাট এলাকায় ঘটল এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে থাকা তিন আরোহীর কারোর মাথাতেই হেলমেট ছিল না।
কোচবিহারের এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আর তার ফলেই সামনে থেকে আসা একটি প্রাইভেট কারে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি দু'জনকে স্থানীয় বাসিন্দারাই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তাঁদের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন বাইক আরোহীর নাম সুব্রত বর্মন, নিখিল বর্মন এবং আশুতোষ বর্মন। তাঁদের বাড়ি সিতাইয়ের ধূমেরখাতা এলাকায়।
advertisement
advertisement
এই দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে তাঁরা পুলিশ এবং দমকলে খবর দেন। নিয়ম মেনে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার ঘোর কাটতে চাইছে না প্রত্যক্ষদর্শীদের মন থেকে।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: এভাবে মুহূর্তে শেষ তিনটি তরতাজা প্রাণ! কী ঘটল দিনহাটায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement