Jalpaiguri News: ডুয়ার্সের গ্রামে বাইসনের তাণ্ডব, আহত ১

Last Updated:

বাইসনের হামলায় চৈতু রায় নামে স্থানীয় এক ব্যাক্তি আহত হন। গ্রামবাসীরা দ্রুত তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

জলপাইগুড়ি: ফের ডুয়ার্সের লোকালয়ে ঢুকে দাপিয়ে বেড়াল বাইসন। তার দাপাদাপিতে রীতিমত আতঙ্ক ছড়াল। দামাল বাইসনের হামলায় গুরুতর জখম‌ও হলেন এক ব্যক্তি।
বাইসন হামলার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায়। সেখানকার আংরাভাষা এলাকায় পার্শ্ববর্তী মরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বাইসন ঢুকে পড়ে। প্রথমে পূর্ব খেরকাটা গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করে। এরপর ধন্দলাশিমলার দাস পাড়ায় ঢুকে পড়ে। বাইসনের হামলায় চৈতু রায় নামে স্থানীয় এক ব্যাক্তি আহত হন। গ্রামবাসীরা দ্রুত তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
advertisement
advertisement
এদিকে গ্রামে বাইসনের তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। তবে বনকর্মীরা এসে দেখেন বাইসনটি একটি ঝোপের ভেতর আশ্রয় ঢুকে লুকিয়ে পড়েছে। এরপরই তাঁরা বাইসনটিকে উদ্ধার করার প্রচেষ্টা শুরু করেন।
advertisement
উল্লেখ্য ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কিছুদিন ধরেই হাতির পাশাপাশি বাইসনের তাণ্ডব শুরু হয়েছে। এখানকার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হামেশাই ঢুকে পড়ছে বিভিন্ন বন্য প্রাণী। তাদের আক্রমণে অনেকেই আহত হচ্ছেন, এমনকি প্রাণও যাচ্ছে বহু মানুষের। পাশাপাশি নষ্ট হচ্ছে চাষের ফসল। সম্মিলিয়ে ক্রমশই আতঙ্ক বাড়ছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ডুয়ার্সের গ্রামে বাইসনের তাণ্ডব, আহত ১
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement