আরও পড়ুন: পরাজিত তৃণমূল প্রার্থীর শ্বশুরকে মারধর, গ্রেফতার চার সিপিএম কর্মী
হুগলি আরামবাগের গৌরহাটি-১ পঞ্চায়েতের পাড়াবাগনা গ্রামের ঘটনা। আক্রান্ত তৃণমূল প্রার্থীর এজেন্টের নাম শেখ রাকিবুল ইসলাম। অভিযোগ, ভোটে হেরে যাওয়ার আক্রোশে নির্দল প্রার্থীর অনুগামীরা রাকিবুল ও তাঁর পরিবারের উপর হামলা করে। তাঁকে ও বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। দু’জনকেই লাঠিপেটা করা হয়। তাঁদেরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রাকিবুলের স্ত্রীও। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে।
advertisement
যদিও তৃণমূল প্রার্থীর ওই এজেন্টের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নির্দল প্রার্থী। উল্টে তাঁর দাবি, এটা পুরোপুরি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 9:23 PM IST