আবারো একই ঘটনা শ্রীরামপুরের ওই কারখানায়। অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা দেবনীতা চক্রবর্তী বলেন, একজন কর্মী হ্যান্ড জ্যাক নিয়ে যাচ্ছিল তখনই কোনভাবে নির্বাপক যন্ত্র খুলে গ্যাস বেরিয়ে পরে।কয়েকজন বেশি অসুস্থ হয়ে পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজন প্যানিকে আতঙ্কিত হয়ে পরে।
আরও পড়ুনঃ ব্যাঙ্কের টাকা আত্মসাৎ-এর অভিযোগে গ্রেফতার ব্রাঞ্চ ম্যানেজার
advertisement
খবর পেয়ে ই এস আই হাসপাতালে অসুস্থদের দেখতে যান চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। এই বিষয়ে শ্রীরামপুর ইএসআই হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি জানান, গুরুতর কোন সমস্যায় পড়তে হয়নি কর্মচারীদের। তেইশ জনের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পথপুকুরদের বন্ধ্যাত্বকরণ নিয়ে উত্তেজনা তারকেশ্বরে
৬জন-এর স্বাস্থ্য অন্যদের তুলনায় খারাপ হওয়ায় তাদেরকে অবজারভেশন এর জন্য রাখা হয়েছে। যারা ভর্তি রয়েছে সকলেই শ্বাসকষ্টের জন্য হাসপাতালে রয়েছে। মন্ত্রী অসীমা পাত্র জানান, খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন হাসপাতালে। অসুস্থ কর্মচারীদের সঙ্গে দেখা করেন। ভবিষ্যতে যাতে এই একই রকম সমস্যায় কর্মচারীদের না পড়তে হয় তার জন্য ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।
Rahi Haldar