TRENDING:

Hooghly: শ্রীরামপুরের ফ্যাক্টরিতে আবার গ্যাস লিক! অসুস্থ ২৩ জন কর্মী

Last Updated:

অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন।২১ জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ই এস আই হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন।২১ জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ই এস আই হাসপাতালে। শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লীরোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি যায় হঠাৎই খুলে যায়।টিফিনের সময় কর্মিরা এক জায়গায় ছিলেন। কার্বনডাইঅক্সাইড ছরিয়ে পরায় অসুস্থ হয়ে পরেন তারা। তড়িঘড়ি তাদেরকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২১ জনকে ভর্তি করা হয়েছে। মাস ছয়েক আগে ওই একই কারখানায় গ্যাস লিক করে অসুস্থ হন একাধিক শ্রমিক।
advertisement

আবারো একই ঘটনা শ্রীরামপুরের ওই কারখানায়। অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা দেবনীতা চক্রবর্তী বলেন, একজন কর্মী হ্যান্ড জ্যাক নিয়ে যাচ্ছিল তখনই কোনভাবে নির্বাপক যন্ত্র খুলে গ্যাস বেরিয়ে পরে।কয়েকজন বেশি অসুস্থ হয়ে পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজন প্যানিকে আতঙ্কিত হয়ে পরে।

আরও পড়ুনঃ ব্যাঙ্কের টাকা আত্মসাৎ-এর অভিযোগে গ্রেফতার ব্রাঞ্চ ম্যানেজার

advertisement

খবর পেয়ে ই এস আই হাসপাতালে অসুস্থদের দেখতে যান চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। এই বিষয়ে শ্রীরামপুর ইএসআই হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি জানান, গুরুতর কোন সমস্যায় পড়তে হয়নি কর্মচারীদের। তেইশ জনের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পথপুকুরদের বন্ধ্যাত্বকরণ নিয়ে উত্তেজনা তারকেশ্বরে

advertisement

৬জন-এর স্বাস্থ্য অন্যদের তুলনায় খারাপ হওয়ায় তাদেরকে অবজারভেশন এর জন্য রাখা হয়েছে। যারা ভর্তি রয়েছে সকলেই শ্বাসকষ্টের জন্য হাসপাতালে রয়েছে। মন্ত্রী অসীমা পাত্র জানান, খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন হাসপাতালে। অসুস্থ কর্মচারীদের সঙ্গে দেখা করেন। ভবিষ্যতে যাতে এই একই রকম সমস্যায় কর্মচারীদের না পড়তে হয় তার জন্য ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: শ্রীরামপুরের ফ্যাক্টরিতে আবার গ্যাস লিক! অসুস্থ ২৩ জন কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল