স্থানীয় সূত্রে খবর, চন্দননগর নারুয়া গড়ের ধারের বাসিন্দা বিশ্বজিৎ পেশায় মোটর ভ্যানচালক। বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে বছর খানেক আগে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল ভদ্রেশ্বর থানার সুভাষপল্লী উত্তরপাড়ার এক গৃহবধু। যদিও বিশ্বজিৎ বিবাহিত ছিল, তবে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না তাঁর। তারপর প্রৌঢ়র কাছে তাঁর স্ত্রী ফিরে এলেও আবার পালিয়ে যায় বিশ্বজিৎ-এর কাছে। এরপর থেকেই বিশ্বজিৎ আর জগদীশের মধ্যে তিক্ততা তৈরি হয়। মাস খানেক আগে স্থানীয় ভাবে বিষয়টি মেটানোর চেষ্টা হয়। তবে তার সুরাহা হয়নি। স্ত্রী চলে যাওয়ায় বদলা নেওয়ার রাগ পুষে রাখেন প্রৌঢ় জগদীশ সর্দার।
advertisement
আরও পড়ুন – অবিরাম প্রবল বর্ষণে বিধ্বস্ত দেশের একাধিক অংশে বন্ধ স্কুল, জানুন কোথায় কোথায়
আরও পড়ুন: বড় সুখবর! অবিবাহিতরাও পাবেন পেনশন! মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে ধারাল হেসো নিয়ে ঘুরতে দেখা যায় প্রৌঢ়কে। রবিবার দুপুর তিনটে নাগাদ বিশ্বজিৎ মোটর ভ্যান নিয়ে যাচ্ছিল জগদীশের বাড়ির সামনে দিয়ে।তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে প্রৌঢ়। তার ছেলে প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে ভদ্রেশ্বর এবং চন্দ্রনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পুলিশ আসার আগে যদিও অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই অভিযুক্ত জগদীশকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে মহকুমা আদালতে পেশ করা হয়।
রাহী হালদার