TRENDING:

Hooghly News: পড়ুয়া নেই, শিক্ষক মাত্র একজন! এই স্কুল ত্যাগ করেছে ছাত্রছাত্রীরা, কেন জানেন

Last Updated:

ছাত্রছাত্রী শূন্য হওয়ায় শুধু স্কুলে ঘর খুলতে আসেন শিক্ষক। এমনই চিত্র হুগলি জেলার আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাই স্কুলে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য এবং স্কুলের মাত্র একজন শিক্ষক আছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: ছাত্রছাত্রী নেই। শুধু স্কুলঘর খুলতে আসেন দু'জন। এমনই চিত্র হুগলি জেলার আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাই স্কুলে। বর্তমানে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য এবং স্কুলের মাত্র একজন শিক্ষক ও একজন গ্রুপ ডি স্টাফ।
advertisement

নিয়মিত এই দু'জন স্কুলে এলেও কিছুক্ষণ পরেই সব বন্ধ করে চলে যেতে হয়। উল্লেখ্য ২০২২ সালে পর্যন্ত এই স্কুলে খাতায় কলমে দু'জন পড়ুয়া ছিল। কিন্তু এ বছর ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য। মিডডে মিলেরও বালাই নেই।

প্রধান শিক্ষক সুকৃতি গুপ্ত জানিয়েছেন, বর্তমানে সেই স্কুলের কোনও পড়ুয়া নেই। ২০২২ সালে মাত্র দু'জন ছাত্র-ছাত্রী ছিল। তারা দু'জনই অন্য স্কুলে ভর্তি হয়ে যায়।  ২০১৪ সালে এই স্কুলে ৭২ জন মতো ছাত্র-ছাত্রী ছিল। কিন্তু  শিক্ষকের অভাবে কেউ কেউ অন্য স্কুলে চলে যায়।

advertisement

আরও পড়ুন: মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মিত প্রাচীন শিবমন্দিরে মহাশিবরাত্রিতে ভোররাত থেকেই অগণিত ভক্ত সমাগম

View More

আরও পড়ুন: মহাশিবরাত্রির পুণ্যলগ্নে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার মাজদিয়ার শিব নিবাসে পুণ্যার্থীদের ঢল

অন্য দিকে ডি গ্রুপের এক কর্মী জানান বর্তমানে , শিক্ষক নেই বলেই নাকি গ্রামবাসীরা স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করতে চাইছে না। মূলত স্কুলের শিক্ষকের অভাবেই নাকি বন্ধ হয়ে যেতে পারে এই স্কুল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পড়ুয়া নেই, শিক্ষক মাত্র একজন! এই স্কুল ত্যাগ করেছে ছাত্রছাত্রীরা, কেন জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল