TRENDING:

Hooghly: মিলন মাঝির পর আবারও পায়ে হেঁটে লাদাখ! রওনা দিলেন প্রসেনজিৎ পাল

Last Updated:

মিলন মাঝির পর ফের লাদাখের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন চন্দননগরের প্রসেনজিৎ পাল। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাওড়া থেকে লাদাখ ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা করবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : মিলন মাঝির পর ফের লাদাখের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন চন্দননগরের প্রসেনজিৎ পাল। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাওড়া থেকে লাদাখ ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা করবেন তিনি। ইচ্ছা ছিল বাইক নিয়ে লাদাখ যাওয়ার কিন্তু বর্তমান পরিস্থিতিতে পেট্রো পণ্যের যে হারে দাম বৃদ্ধি ঘটেছে সেই কারণে তিনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য পায়ে হেঁটেই লাদাখের পথে রওনা দিয়েছেন তিনি। চন্দননগর কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গৌরহাটির বাসিন্দা প্রসেনজিৎ পাল । ইতিহাসে তিনি স্নাতকোত্তার পাস করেছেন। বর্তমানে পেশাগত ভাবে তিনি একটি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় এর কাজ করেন। মিলন মাঝির লাদাখ যাত্রা তিনি দেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সব জায়গায়। তিনি জানান মিলন মাঝির যাত্রা তাকে অনুপ্রেরিত করেছে।
advertisement

তিনি স্থির করেছেন প্রতিদিন কম করে ৩০ কিলোমিটার পথ যাত্রা করবেন। এই বিষয়ে প্রসেনজিৎ জানান, ছোটবেলাকার স্বপ্ন ছিল লাদাখ যাবার। কিন্তু বর্তমানে কার্য পরিস্থিতি তাতে তিনি বাইকে চড়ে লাদাক পৌঁছানোর সামর্থ তার নেই। তাই বলে কি তার স্বপ্ন পূরণ হবে না! সেই কারণেই তিনি পায়ে হেঁটে প্রায় আড়াই হাজার কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে লাদাখ পৌঁছাবেন বলে স্থির করেছেন।

advertisement

আরও পড়ুনঃ চন্দননগরের একাধিক স্কুলের বেহাল দশা! ঠিক কী কারণে এই অবস্থা?

প্রসেনজিতের যাত্রা উপলক্ষে বৈদ্যবাটি পুরসভার পুরোপ্রধান পিন্টু মাহাত জানান, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে চন্দননগরের ছেলে লাদাখ রওনা দিয়েছে তাও আবার পায়ে হেঁটে এটি একটি খুব ভালো প্রচেষ্টা। পুরোপ্রধান হিসেবে সব রকম ভাবে তার পাশে থাকার ও সাহায্য করার আশ্বাস দেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: মিলন মাঝির পর আবারও পায়ে হেঁটে লাদাখ! রওনা দিলেন প্রসেনজিৎ পাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল