তিনি স্থির করেছেন প্রতিদিন কম করে ৩০ কিলোমিটার পথ যাত্রা করবেন। এই বিষয়ে প্রসেনজিৎ জানান, ছোটবেলাকার স্বপ্ন ছিল লাদাখ যাবার। কিন্তু বর্তমানে কার্য পরিস্থিতি তাতে তিনি বাইকে চড়ে লাদাক পৌঁছানোর সামর্থ তার নেই। তাই বলে কি তার স্বপ্ন পূরণ হবে না! সেই কারণেই তিনি পায়ে হেঁটে প্রায় আড়াই হাজার কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে লাদাখ পৌঁছাবেন বলে স্থির করেছেন।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের একাধিক স্কুলের বেহাল দশা! ঠিক কী কারণে এই অবস্থা?
প্রসেনজিতের যাত্রা উপলক্ষে বৈদ্যবাটি পুরসভার পুরোপ্রধান পিন্টু মাহাত জানান, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে চন্দননগরের ছেলে লাদাখ রওনা দিয়েছে তাও আবার পায়ে হেঁটে এটি একটি খুব ভালো প্রচেষ্টা। পুরোপ্রধান হিসেবে সব রকম ভাবে তার পাশে থাকার ও সাহায্য করার আশ্বাস দেন তিনি।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
August 03, 2022 8:52 PM IST