হুগলি জেলায় এবার ১৯,২৫৫ জন ভোটকর্মী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গুরু দায়িত্ব সামলাবেন। শুক্রবার সকাল থেকেই তাঁরা নির্দিষ্ট ডিসিআরসি-গুলিতে পৌঁছতে শুরু করেন। সেখানে ব্যালট বক্স, ব্যালট পেপার, ভোটার লিস্ট, কালি, কলম ইত্যাদি ভোটের প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নেওয়ার পাশাপাশি বর্ষায় সাপের মোকাবিলার জন্য কার্বলিক অ্যাসিড, মোমবাতি ইত্যাদি গুছিয়ে নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দিয়েছেন।
advertisement
আরও পড়ুন: রাত পোহালেই ভোট, যুদ্ধকালীন তৎপরতায় বুথ সাজাচ্ছে প্রশাসন
হুগলির মোট ১৮ টি ব্লকে ডিসিআরসি করা হয়েছে। সেখান থেকে যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে রাজ্য সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে ভোট কর্মীদের দল যে যার নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দেন। সিঙ্গুর গভর্মেন্ট কলেজে, শ্রীরামপুর গভর্নমেন্ট টেক্সটাইল কলেজ ইত্যাদি জায়গাগুলিতে এবার পঞ্চায়েত ভোটের ডিসিআরসি খোলা হয়েছে। পাশাপাশি পোলবার কাশ্বাড়া ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনেও ডিসিআরসি খোলা হয়েছে।
শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গে ভোট কর্মী শুভঙ্কর মুখার্জি জানান, ডিসিআরসি থেকে তাঁরা যাবতীয় জিনিস সঠিকভাবেই বুঝে পেয়েছেন। তবে নিরাপত্তা সুনিশ্চিত না হলে কোনমতেই ভোট কর্মীরা বুথে যেতে রাজি নন বলে তিনি জানান।
রাহী হালদার