TRENDING:

Tarapith Food Shop: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন

Last Updated:

Tarapith Food Shop: মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেট ভরে সবজি-ভাত খেতে পারবেন তারাপীঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন মা তারার দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন তারাপীঠ মন্দির চত্বরে। বীরভূমের রামপুরহাট স্টেশনে নেমে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দির।
advertisement

তারাপীঠে যে শুধুমাত্র তারা মায়ের দর্শন হয় সেটা নয়। এছাড়াও রয়েছে বীরচন্দ্রপুর এবং সাধক বামাক্ষ্যাপার জন্ম ভিটে আটলা গ্রাম। যেহেতু জনপ্রিয় তীর্থস্থান তারাপীঠ প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সেই কারণে অনেক ভক্ত মনে করেন যে, তারাপীঠ আসলে একদিকে যখন হোটেল ভাড়ার খরচা তেমনই রয়েছে খাবারের খরচা। কিন্তু তা একেবারেই নয়, মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেট ভরে সবজি-ভাত খেতে পারবেন তারাপীঠে।

advertisement

আরও পড়ুন: এখন কেমন আছেন, নিজের শরীর নিয়ে বড় খবর দিলেন খোদ মমতা! বাড়ি থেকেই সারছেন কাজ

তারাপীঠ থানার সামনে এবং তারাপীঠ টিকিট কাউন্টারের ঠিক পিছনে অবস্থিত ভূতন পিসির রান্নাঘর। সেখানে মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ভাত, ডাল, দুই রকমের সবজি এবং চাটনি তাও আবার পেট ভরে। যদি আপনি তার সঙ্গে ডিম খেতে চান আপনাকে দিতে হবে ৪০ টাকা এবং মাছ খেতে চাইলে দিতে হবে মাত্র ৫০ টাকা। তিনি জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তিনি সাধারণ মানুষকে ৩০ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার খাইয়ে আসছেন। সকাল ছ’টা থেকে দুপুর দুটো অবধি তার এই রান্নাঘর খোলা থাকে।

advertisement

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ

শুধু ৩০ টাকায় সবজি ভাত খাওয়াচ্ছেন সেটা নয় কেউ যদি তার কাছে অর্ডার দিয়ে কোনও রান্না করাতে চান তিনি সেটাও করে দিচ্ছেন সকলের জন্য। তারাপীঠে আগত এক দর্শনার্থী দীনেশ মিত্র আমাদের জানান তিনি প্রত্যেক বছর প্রায় ১৫ থেকে ২০ বার তারাপীঠ আসেন আর তারা মায়ের পুজো দেয়ার পর তিনি এই রান্নাঘরের খাবার খেয়ে তারপরে ফিরে যান নিজের বাড়ি।স্বল্প মূল্যের পেট ভরে খাবার হলেও স্বাদে কিন্তু সেই খাবার অতুলনীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/ফুড/
Tarapith Food Shop: ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল