TRENDING:

Lakshmi Puja 2024: অতিথিরা পাতে তাকিয়ে চমকে যাবে! লক্ষ্মীপুজোতে বাড়িতে বানান রেস্তোরাঁর এই মিষ্টিগুলি

Last Updated:
Lakshmi Puja 2024: আজ ও আগামীকাল কোজাগরী লক্ষ্মীপুজো(Lakshmi Puja)। এই সন্ধ্যায় বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজো। অতিথিদের আপ্যায়নেও থাকে জাঁকজমক। এই বছর লক্ষ্মীপুজোয় অন্যরকম মিষ্টি(sweets) বানিয়ে তাক লাগিয়ে দেবেন নাকি অতিথিদের? রইল বিশেষ কিছু মিষ্টি বানানোর রেসিপি।
advertisement
1/5
অতিথিরা পাতে তাকিয়ে চমকে যাবে! লক্ষ্মীপুজোতে বানান রেস্তোরাঁর এই মিষ্টিগুলি
আজ ও আগামীকালকোজাগরী লক্ষ্মীপুজো। এই সন্ধ্যায় বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজো। অতিথিদের আপ্যায়নেও থাকে জাঁকজমক। এই বছর লক্ষ্মীপুজোয় অন্য রকম মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দেবেন নাকি অতিথিদের? রইল বিশেষ কিছু মিষ্টি বানানোর রেসিপি।
advertisement
2/5
দুধের সন্দেশ: খুব সহজ উপায়ে মাত্র ২ কেজি দুধ এবং আধ কেজি চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দুধের সন্দেশ। প্রথমে ২ কেজি দুধকে জ্বাল দিয়ে ১ কেজির পরিমাণে নিয়ে আসতে হবে। এর পর দুধে ভাল করে চিনি মিশিয়ে ভাল করে নাড়তে হবে। মিশ্রণটি একটানা পাক দেওয়ার পর ক্ষীর হয়ে শুকিয়ে আসবে। তখন নামিয়ে ছাঁচে ফেলে সন্দেশ তৈরি করতে হবে।
advertisement
3/5
সুজির নাড়ু: সুজির নাড়ু তৈরি করতে প্রয়োজন ২ কাপ সুজি, ৪ চা চামচ চিনি, ৪ চা চামচ গুঁড়ো দুধ, ২টি এলাচের গুঁড়ো, ৩ চা চামচ ঘি এবং পরিমাণ মতো কিশমিশ। প্রথমে শুকনো কড়াইতে ভাল করে সুজি ভেজে অর্ধেক ঘি ঢেলে দিতে হবে। সুজির রং হাল্কা লাল হয়ে এলে, ঘি এবং সুজি ভাজার মধ্যে চিনি দিয়ে ভাল করে নাড়তে হবে। কিছু ক্ষণ পরে দুধ ঢেলে এলাচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে হবে মিশ্রণটিতে। যখন পাক ধরে আসবে তখন নামিয়ে নিয়ে নাড়ুর আকার দিতে হবে।
advertisement
4/5
শাহী ক্ষীর: চিরাচরিত পায়েসের বাইরে বাড়িতেই বানিয়ে ফেলুন শাহী ক্ষীর। প্রয়োজন- ৫০ গ্রাম চাল (২ ঘণ্টা ভেজানো এবং গুঁড়ো করা), ২ লিটার দুধ, ৭৫ গ্রাম চিনি, আধ চা চামচ সবুজ এলাচ গুঁড়ো, ১ চা চামচ গোলাপ জল, ১ চা চামচ কিশমিশ এবং তরমুজের সাদা বীজ বা চিরঞ্জি। প্রথমে ভাল করে দুধ ফুটিয়ে, তাতে গুঁড়ো করা চাল দিয়ে দিতে হবে। এরপর ক্রমাগত নাড়তে হবে, যাতে জমাট বেঁধে না যায়। মিশ্রণ ঘন হয়ে এলে এবং চাল সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি মিশিয়ে দিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত নেড়ে চিরঞ্জি ও কিশমিশ দিতে হবে।
advertisement
5/5
বিবিখানা: এই মিষ্টি তৈরি করতে প্রয়োজন ১ টি কোরানো নারকেল, ৩০০ গ্রাম পাটালি গুড়, ২০০ গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো, ১০০ গ্রাম আতপ চালের গুঁড়ো এবং ১৫০ মিলিমিটার মতো দুধ। পদ্ধতি: নারকেল কোরা, ২ রকমের চালের গুঁড়ো এবং দুধ ভাল করে মিশিয়ে নিতে হবে প্রথমে। এর পরে মিশ্রণটি একটি বেকিং পাত্রে ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট মতো বেক করে নিতে হবে। ২০ মিনিট পর বেক হয়ে গেলে গুড়ের রস দিয়ে অতিথিদের পরিবেশন করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lakshmi Puja 2024: অতিথিরা পাতে তাকিয়ে চমকে যাবে! লক্ষ্মীপুজোতে বাড়িতে বানান রেস্তোরাঁর এই মিষ্টিগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল