Foods for Summer: হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে পাতে রাখুন চৌরা ডাল থেকে তৈরি এই বিশেষ খাবার, দূর হবে পেটের সমস্যাও

Last Updated:

কাঞ্জি বড়া প্রস্তুতকারী নরেন্দ্র লোকাল১৮-কে বলেন যে, বিশেষ করে গ্রীষ্মের মরসুমে মানুষ এই কাঞ্জি বড়া পছন্দ করেন। কারণ এটি শরীরকে ঠান্ডা রাখে আর হিট স্ট্রোকের হাত থেকেও রক্ষা করে। তবে এই বড়া প্রস্তুত করাও অনেক কঠিন কাজ।

নয়াদিল্লি: গ্রীষ্মের মরসুমে মানুষ এমন খাবার খেতে পছন্দ করেন, যা শরীরের জন্য ভাল এবং স্বাস্থ্যকর। আসলে এই সময় এমন খাবার খাওয়া উচিত, যা শরীরকে ঠান্ডা করে এবং দেহের জলের চাহিদাও পূরণ করে। আর এই খাবারগুলির মধ্যে অন্যতম হল কাঞ্জি বড়া।
গ্রীষ্মের সময় রাজস্থানের ভরতপুরের বাজারে প্রচুর পরিমাণে দেখা যায় এই বড়া। এটি খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনই কাঞ্জি বড়া স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। এটি দেহের জলের চাহিদাও মেটায়।
পেটের রোগে কার্যকরী:
advertisement
গ্রীষ্মের মরসুমে কাঞ্জি বড়ার জন্য রীতিমতো পাগল ভরতপুরবাসী। এর স্বাদ এতটাই বেশি যে, মানুষেরা কাঞ্জি বড়া খেতে ভিড় জমাচ্ছেন। এই কাঞ্জি বড়া তৈরি করা হয় চৌরা ডাল থেকে। গ্রীষ্মকালে এর চাহিদা থাকে তুঙ্গে। জলে ভিজিয়েই মূলত তৈরি করা হয় এই বড়া।
advertisement
আরও পড়ুন: লিভারকে ভিতর থেকে ঝাঁঝরা করে দেয় এই ৫ খাবার! ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে শরীরের, শেষে সামলাতেই পারবেন না
যা গ্রীষ্মকালে খাওয়া হলে শরীরে জলের চাহিদা পূরণ হয়। আর এই কাঞ্জি বড়ার জলের স্বাদও খুবই চমৎকার হয়ে থাকে। আসলে এর জলে যোগ করা হয় জলজিরা, হিং, জোয়ান, জিরে এবং সর্ষের মতো উপকরণ। যা গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেট ব্যথার মতো পেটের নানা সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে।
advertisement
কাঞ্জি বড়া তৈরির পদ্ধতি:
কাঞ্জি বড়া প্রস্তুতকারী নরেন্দ্র লোকাল১৮-কে বলেন যে, বিশেষ করে গ্রীষ্মের মরসুমে মানুষ এই কাঞ্জি বড়া পছন্দ করেন। কারণ এটি শরীরকে ঠান্ডা রাখে আর হিট স্ট্রোকের হাত থেকেও রক্ষা করে। তবে এই বড়া প্রস্তুত করাও অনেক কঠিন কাজ।
advertisement
কারণ, এটি করার জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে চৌরা ডাল জলে ভিজিয়ে রাখতে হবে। সেই ডাল ভাল ভাবে ভিজে গেলে মিক্সার জারে পিষে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর বিভিন্ন ধরনের মশলা যোগ করে কাঞ্জি বড়া তৈরি করা হয়। ভাল ভাবে তৈরি হয়ে গেলে জলের মধ্যে জলজিরা, হিং, জিরের মতো উপাদান যোগ করে তা ভিজিয়ে রাখতে হবে। তারপরে পরিবেশন করতে হবে কাঞ্জি বড়া।
বাংলা খবর/ খবর/ফুড/
Foods for Summer: হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে পাতে রাখুন চৌরা ডাল থেকে তৈরি এই বিশেষ খাবার, দূর হবে পেটের সমস্যাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement