TRENDING:

Bankura Famous Fast Food|| মাত্র চার ঘণ্টায় লক্ষাধিক টাকার বিক্রি! বাঁকুড়ার 'রাম কচুরি' এখন ব্র্যান্ড, আপনি খেয়েছেন?

Last Updated:

Bankura Famous Fast Food: ফুচকার মতো মুচমুচে কচুরি পেট ফাটিয়ে তাতে ভরা হয় ভরপুর আলুর দম, তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কার সঙ্গে এক মুঠো চানাচুর দিলেই তৈরি হয় রাম কচুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: খাবারের সঙ্গে বাঙালি সম্পর্কটা জন্ম জন্মান্তরের। খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে বাঙালি পছন্দ করে। তাই যে কোনও বাইরের রাজ্য বা বাইরের দেশের খাবার বাঙালি ধাঁচে করে নিতে খুব একটা অসুবিধা হয় না বাঙালি খাদ্যরসিকদের। সেরকমই রাজ্যের বাইরে থেকে আসা অন্য ধরনের এক কচুরি এখন বাঁকুড়ার 'হট ফেভারিট'।
advertisement

রামুর স্পেশ্যাল 'রাম কচুরি', উত্তরপ্রদেশের ভাষায় 'রাম কচৌড়ি'। সমগ্র বাঁকুড়া শহরে চলছে তিনটে আউটলেট। বাঁকুড়া শাখারী পাড়ায় একটি এবং নতুনগঞ্জে দুটি। মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবসায় একটি স্টল থেকে প্রতি মাসে উঠে আসছে লক্ষাধিক টাকা। সাদামাটা দেখতে এই তিনটে স্টল 'রাম কচুরি'কে ব্র্যান্ডে পরিণত করেছে।

আরও পড়ুনঃ হোলিতে বাঁকুড়া যাওয়ার টিকিট কেটেছেন? কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট

advertisement

প্রথমত অত্যন্ত লোভনীয় দেখতে এই রাম কচুরি। বড় একটা ফুচকার মত মুচমুচে ফুলকো কচুরির পেটটা ফাটিয়ে ভরা হয় আলুর দম। তারপর ফ্রেস করে কাটা পিঁয়াজকুচি আর লংকা সহযোগে ওপরে মুঠোভরে চানাচুর ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় পেট ভর্তি করা লোভনীয় রাম কচুরি। দাম মাত্র কুড়ি টাকা। প্রায় ৭০ বছরের পুরনো রাম কচুরি স্বাদ নিতে মাছির মত ভিড় জমায় বাঁকুড়ার মানুষ।

advertisement

উত্তর প্রদেশ থেকে এসেছিলেন রামু বলে এক ব্যক্তি। আর তাঁর কাছেই ছিল এই রাম কচুরির সিক্রেট রেসিপি। তারপর শুরু হয় ব্যবসা। যথারীতি রাম কচুরি স্বাদে মুগ্ধ হন বাঁকুড়ার খাদ্যপ্রেমীরা। কম মশলার স্বাস্থ্যকর রাম কচুরি দীর্ঘদিন ধরে পেট এবং মন দুই ভরিয়ে আসছে। আবার পকেটেও খুব একটা টান হয় না। পরবর্তীকালে রামুর থেকে রাম কচুরি বানানোর দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে 'তিন গড়াই ব্রাদার্স'-র বাবা। তারপর বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে এখন বাঁকুড়া শহরে তিনটি পৃথক আউটলেট চালান তিন ভাই।

advertisement

প্রতিদিন প্রায় ২০০ প্লেট রাম কচুরি বিক্রি হয়। শুধু রাম কচুরি নয়, পাওয়া যায় আলু চাট, কচুরি চাট এবং দই ফুচকা। বহু বছরের পুরনোই দোকানে প্রসিদ্ধ খাবারের স্বাদ অত্যন্ত প্রিয় বাঁকুড়ার মানুষের। অনেকে তো ছেলেবেলা থেকেই খেয়ে আসছে রাম কচুরি। বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই ভিড় জমান নিজের পছন্দের আউটলেটের সামনে। প্রত্যেকের মুখে একটাই কথা এই স্বাদের কোনও বদল হবে না। যতবারই রাম কচুরি খাই না কেন, বারবার আসতে ইচ্ছা করে। তাই দেরি না করে একবার আপনিও ঢুঁ মেরে আসতেই পারেন রাম কচুরির সন্ধানে, হয়তো মন জয় করে নেবে আপনারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/ফুড/
Bankura Famous Fast Food|| মাত্র চার ঘণ্টায় লক্ষাধিক টাকার বিক্রি! বাঁকুড়ার 'রাম কচুরি' এখন ব্র্যান্ড, আপনি খেয়েছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল