আরও পড়ুন: হাতের কাছেই দুর্দান্ত পিকনিক স্পট! কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা, ঘুরে আসুন এই শীতেই
এইসব পানকে পিছনের সারিতে ফেলে এগিয়ে রয়েছে বেনারসি আইস পান। জেলা সদর শহরের মাত্র ঢিল ছড়া দূরত্বে বাহারে আহারে ফুড ফেস্টিভালে তাই এই হরেক স্বাদের পানের আনন্দ নিতে হাজির হয়েছেন মানুষজন। শুধু কি তাই! শীতের মৌসুম থাকলেও, আমের স্বাদ পানে নিতে চাইলেও তাও মিলছে এই বাহারি পানের স্টলে। বেনারসি আইস পান, হোয়াইট চকলেট পান, ডার্ক চকলেট পান, ফায়ার পান, স্মোকি পান, হজমি পান, ম্যাঙ্গো পান সহ এই স্টলে মিলছে সাদামাটা জর্দা দিয়ে পানও। তাই খাদ্য রসিকদের পাশাপাশি পান প্রেমিরাও ভিড় জমাচ্ছেন এই বাহারি স্বাদের পানের টেস্ট নিতে।
advertisement
আরও পড়ুন: একটুকরো পেঁয়াজেই ঘায়েল ইঁদুর! মুক্তি দেয় লঙ্কাগুঁড়োও, শুধু ব্যবহারের পদ্ধতি জানুন
পানের দাম শুরু হচ্ছে ৫০ টাকা থেকে। রয়েছে ১০০ টাকা দামেরও পান। বেনারসি পানের জগৎজোড়া নাম থাকলেও, সেই পানের পাশাপাশি একটু বেশি দাম হলেও মালাই পান ও চকলেট কাজু পানের স্বাদ নিতেও পিছপা হচ্ছে না অনেকে। আর তাই ফুট ফেস্টিভালে পান বিক্রি করেও চওড়া হাসি ফুটছে বিক্রেতার মুখে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নানা প্রান্তে ঘুরে ঘুরে চলে বিক্রি, বাহারি পানের স্বাদ নিতেই সর্বত্র এই স্টলে ভিড় জমে মানুষের।
Rudra Narayan Roy