Rat Repellent Hacks: একটুকরো পেঁয়াজেই ঘায়েল ইঁদুর! মুক্তি দেয় লঙ্কাগুঁড়োও, শুধু ব্যবহারের পদ্ধতি জানুন

Last Updated:
Rat Repellent hacks: ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ। জামাকাপড় থেকে শুরু করে ফার্নিচার, খাবারের প্যাকেট সবকিছুই ছিঁড়ে দেয়। কয়েকটি ঘরোয়া উপায়ে পালাবে ইঁদুর।
1/6
*ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হতে হয় না, এমন বাড়ি কমই আছে। জামাকাপড় থেকে শুরু করে ফার্নিচার, খাবারের প্যাকেট থেকে অন্যান্য জিনিস ইত্যাদি সবকিছুই ছিঁড়ে দেয়। কয়েকটি ঘরোয়া উপায়ে পালাবে ইঁদুর।
*ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হতে হয় না, এমন বাড়ি কমই আছে। জামাকাপড় থেকে শুরু করে ফার্নিচার, খাবারের প্যাকেট থেকে অন্যান্য জিনিস ইত্যাদি সবকিছুই ছিঁড়ে দেয়। কয়েকটি ঘরোয়া উপায়ে পালাবে ইঁদুর।
advertisement
2/6
*ইঁদুর তাড়াতে দারুণ কাজ দিতে পারে পেঁয়াজ। পেঁয়াজের অদ্ভুত তীক্ষ্ণ গন্ধ ইঁদুরের একেবারেই না পছন্দ। বেশ কয়েকটি পেঁয়াজ নিয়ে টুকরো টুকরো ঘরের বিভিন্ন জায়গায় রাখলে ইঁদুরে বাড়ির ছায়া মাড়াবে না।
*ইঁদুর তাড়াতে দারুণ কাজ দিতে পারে পেঁয়াজ। পেঁয়াজের অদ্ভুত তীক্ষ্ণ গন্ধ ইঁদুরের একেবারেই না পছন্দ। বেশ কয়েকটি পেঁয়াজ নিয়ে টুকরো টুকরো ঘরের বিভিন্ন জায়গায় রাখলে ইঁদুরে বাড়ির ছায়া মাড়াবে না।
advertisement
3/6
*লাল লঙ্কারগুঁড়ো ইঁদুর তাড়াতেও কার্যকর। যেখানে বেশি ইঁদুর আসে-যায়, সেইসব জায়গায় আস্ত লাল লঙ্কা বা লঙ্কারগুঁড়ো ছড়িয়ে দিলে অনেকটাই কাজ হবে।
*লাল লঙ্কারগুঁড়ো ইঁদুর তাড়াতেও কার্যকর। যেখানে বেশি ইঁদুর আসে-যায়, সেইসব জায়গায় আস্ত লাল লঙ্কা বা লঙ্কারগুঁড়ো ছড়িয়ে দিলে অনেকটাই কাজ হবে।
advertisement
4/6
*ইঁদুর তাড়ানোর একটি পুরানো এবং কার্যকর উপায়ে বেশ কর্যকর ফিনাইল। তীব্র বাজে গন্ধ রয়েছে। তাই তার গন্ধ পেলেই ইঁদুররা পালিয়ে যায়।
*ইঁদুর তাড়ানোর একটি পুরানো এবং কার্যকর উপায়ে বেশ কর্যকর ফিনাইল। তীব্র বাজে গন্ধ রয়েছে। তাই তার গন্ধ পেলেই ইঁদুররা পালিয়ে যায়।
advertisement
5/6
*ইঁদুর তাড়াতেও লবঙ্গের ব্যবহার করা যেতে পারে। লবঙ্গ মসলিনের কাপড়ে মুড়িয়ে ঘরের প্রতিটি কোণায় রাখুন। যে ইঁদুর ভুলবশত লবঙ্গযুক্ত কাপড়টির গন্ধ পেলে দ্রুত পালাবে।
*ইঁদুর তাড়াতেও লবঙ্গের ব্যবহার করা যেতে পারে। লবঙ্গ মসলিনের কাপড়ে মুড়িয়ে ঘরের প্রতিটি কোণায় রাখুন। যে ইঁদুর ভুলবশত লবঙ্গযুক্ত কাপড়টির গন্ধ পেলে দ্রুত পালাবে।
advertisement
6/6
*ইঁদুর তাড়াতে পুদিনা তেল খুবই কার্যকর। ইঁদুর পুদিনা পাতা, পুদিনার তেলের গন্ধ সহ্য করতে পারে না। ইঁদুরকে আপনার ঘরের বাইরে রাখতে চাইলে ঘরের প্রতি কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন।
*ইঁদুর তাড়াতে পুদিনা তেল খুবই কার্যকর। ইঁদুর পুদিনা পাতা, পুদিনার তেলের গন্ধ সহ্য করতে পারে না। ইঁদুরকে আপনার ঘরের বাইরে রাখতে চাইলে ঘরের প্রতি কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন।
advertisement
advertisement
advertisement