TRENDING:

Bankura News: থালার মতো বড় পাঁপড়, ৪ টাকায় বিশাল বেগুনি, ১০০ বছরের পুরনো দোকানে উপচে পড়ে ভিড়

Last Updated:

Bankura News: ছোট হলেও নয় নয় করে প্রায় ১০০ বছরের পুরনো এই দোকান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, শালবনি, বাঁকুড়া: মাত্র চার টাকার জাম্বো সাইজের বেগুনি। গরম, মুচমুচে, খেতে একেবারে অতুলনীয়। বাঁকুড়ার এই দোকানে ৪ টাকার জাম্বো সাইজের সুস্বাদু বেগুনি ছাড়াও পাওয়া যায় মাত্র ২ টাকার চা। তাছাড়া রয়েছে ভাতের থালার মতো বড় মুচমুচে পাঁপড়। আর তর সইছে না? এখনই ছুটে যাবেন এই  দোকানে? ছোট হলেও নয় নয় করে প্রায় ১০০ বছরের পুরনো এই দোকান। এই স্বাদে গন্ধে অতুলনীয় জাম্বো বেগুনিতে মজতে চলে আসুন ছাতনা রোডে শালবনী এলাকায় "শুভদার দোকান"-এ।
advertisement

গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে পাঁপড়। আর তার পরই ম্যাজিকের মতো উঠছে কুলোর মতো বড় বড় পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজা এবং  বেগুনি নিতে চাতক পাখির মতো সর্বদা ভিড় লেগেই থাকে। মাত্র চার টাকার বেগুনি এবং দুই টাকার চায়ের যোগান দিতে গিয়ে এক সেকেন্ডও দোকানে দম ফেলার সুযোগ পান না বর্তমান মালিক শুভসন্তু কুন্ডু এবং তাঁর মা তাপসী কুন্ডু।

advertisement

আরও পড়ুন :  ১৯ বছর পর ফের লেখাপড়া শুরু করে মেয়ের সঙ্গে কলেজে স্নাতক স্তরে পড়ছেন মা

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ক্রেতাদের মতে পুরো বাঁকুড়ায় এত ভাল বেগুনি আর কোথাও পাওয়া যায় না। দোকানটির কাঠামো অত্যন্ত পুরনো হয়ে যাওয়ায় পাশেই খুলতে চলেছে নবনির্মিত ঝা চকচকে আরও একটি আউটলেট। বাইরের চাকচিক্য বাড়লেও আইটেমগুলি থাকবে একই রকম এবং দামও থাকবে সমান। এমনটাই জানিয়েছেন শালবনীর "শুভদার দোকানের" মালিক শুভসন্তু কুন্ডু।

advertisement

বাংলা খবর/ খবর/ফুড/
Bankura News: থালার মতো বড় পাঁপড়, ৪ টাকায় বিশাল বেগুনি, ১০০ বছরের পুরনো দোকানে উপচে পড়ে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল