দিন কয়েক আগে জানা গিয়েছিল, হানির সঙ্গে তাঁর প্রেমিকা, মডেল-অভিনেত্রী টিনা থাদানির বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না। শুধু তা-ই নয়, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন হানি এবং টিনা। দু'জনের একসঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়া থেকেও মুছে দেন তাঁরা। যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তেলুগু অভিনেতা অল্লু রমেশ! শোকস্তব্ধ ভক্তমহল
advertisement
আরও পড়ুন: কাছের মানুষকে হারালেন রানি মুখোপাধ্য়ায়! পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
গত বছর ডিসেম্বর মাসে এক ইভেন্টে টিনার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের খবরে শিলমোহর দেন হানি। দর্শকাসনে বসে থাকা টিনাকে মঞ্চ থেকে নিজের ‘প্রেমিকা’ বলে সম্বোধন করেন র্যাপার। তার পর থেকেই প্রেমের সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বলতে শুরু করেন হানি। কিন্তু সেই সম্পর্কও টিকল না বলেই খবর।
গত বছর সেপ্টেম্বরে শালিনী তলোয়ারের সঙ্গে হানির বিচ্ছেদ হয়। গায়ক এবং তাঁর পর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন শালিনী। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। বিচ্ছেদের মাস তিনেকের মাথায় টিনার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন হানি।