Telugu Actor Allu Ramesh Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তেলুগু অভিনেতা অল্লু রমেশ! শোকস্তব্ধ ভক্তমহল

Last Updated:

Telugu Actor Allu Ramesh Death: অল্লু তাঁর স্ত্রী এবং দুই পুত্র সন্তানকে রেখে চলে গেলেন। ৫২ বছরেই জীবনাবসান তেলুগু শিল্পীর। বিশাখাপত্তনমে নিজের বাড়িতেই তাঁর হার্ট অ্যাটাক হয়।

বিশাখাপত্তনম: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিখ্যাত অভিনেতা-কমেডিয়ান অল্লু রমেশ। ৫২ বছরেই জীবনাবসান তেলুগু শিল্পীর। বিশাখাপত্তনমে নিজের বাড়িতেই তাঁর হার্ট অ্যাটাক হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। সদ্য খবরটি জানিয়েছেন পরিচালক আনন্দ রবি। সোশ্যাল মিডিয়ায় অল্লুর মৃত্যু সংবাদ পেয়ে শোকস্তব্ধ ভক্তমহল। শোকবার্তায় ছড়িয়ে পড়েছে নেটপাড়া।
প্রয়াত অল্লু রমেশ প্রয়াত অল্লু রমেশ
আনন্দ ফেসবুকে দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিন থেকে তুমি আমায় সবরকম ভাবে সমর্থন করে আসছ। এখনও তোমার কণ্ঠস্বর আমার কানে বাজছে। রমেশ, তোমরা প্রয়াণ মেনে নিতে পারছি না। আমার মতো আরও যে কত মানুষের হৃদয় ছুঁতে পেরেছ! মনে পড়বে তোমার কথা। ওম শান্তি।’
advertisement
advertisement
তেলুগু চলচ্চিত্র জগতের অভিনেতা অল্লু তাঁর স্ত্রী এবং দুই পুত্র সন্তানকে রেখে চলে গেলেন।
advertisement
অল্লু রমেশের অভিনয় জীবন শুরু হয়েছে মঞ্চ দিয়েই। ২০০১ সালে তেলুগু ছবি ‘চিরুজল্লু’র হাত ধরে প্রথমবার বড় পর্দায় কাজ শুরু। তার পর ২২ বছরের যাত্রা। অভিনয় জীবনে প্রায় ৫০টি ছবিতে কাজ করেছেন অল্লু।
একাধিক তেলুগু ছবিতে কৌতুকাভিনেতা, কমেডি চরিত্রে দেখা গিয়েছে অল্লুকে। মুখ্য চরিত্রে অভিনয় না করলেও তাঁর অভিনয় দক্ষতা ঠিক চোখে পড়েছে দর্শকের। সেই ইন্ডাস্ট্রির অন্যতম উচ্চ প্রশংসিত অভিনেতা ছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Telugu Actor Allu Ramesh Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তেলুগু অভিনেতা অল্লু রমেশ! শোকস্তব্ধ ভক্তমহল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement