K-pop Idol Moonbin Dies: মাত্র ২৫-এই পথচলা শেষ, চলে গেলেন বিশ্বখ্যাত কে পপ তারকা মুনবিন, শোকে পাথর দুনিয়া

Last Updated:

K-pop Idol Moonbin Dies: কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী, ১৯ এপ্রিল রাত ৮টা নাগাদ মুনবিনের মৃতদেহ মিলেছে তাঁর ঘরে। প্রথমে টের পেয়েছেন মুনবিনের ম্যানেজার।

কে পপ তারকা মুনবিন
কে পপ তারকা মুনবিন
সিউল: মাত্র ২৫ বছর বয়সেই জীবনাবসান। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড ‘অ্যাস্ট্রো’র মূখ্য গায়ক মুনবিনের আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়ার ভক্তমহল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কে পপ তারকা মুনবিনের বাসস্থানেই মিলেছে তাঁর দেহ। সে দেশের সংবাদসংস্থার রিপোর্ট অনুসারে, পুলিশের অনুমান, মুনবিন আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী, ১৯ এপ্রিল রাত ৮টা নাগাদ মুনবিনের মৃতদেহ মিলেছে তাঁর ঘরে। প্রথমে টের পেয়েছেন মুনবিনের ম্যানেজার। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছেন তিনি। কে পপ তারকার এজেন্সি ফ্যান্টাজিও এখনও পর্যন্ত মুনবিনের মৃত্যু নিয়ে কোনও বিবৃতি জারি করেনি।
advertisement
advertisement
‘অ্যস্ট্রো’ ইউনিট গ্রুপের হাত ধরেই গানের জগতে দ্বিতীয়বার ফিরে এসেছিলেন মুনবিন। এরই মাঝে দলের সঙ্গে মিউজিক ট্যুরে যাওয়ার কথা ছিল মুনবিনের। সেই সমস্ট আয়োজনও হয়ে গিয়েছিল।
আয়োজকদের তরফে বিবৃতি জারি করা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, আগামী ১৩ মে- আয়োজিত ২০২৩ মুনবিন অ্যান্ড সানহা ফ্যান কন ট্যুর: ডিফিউশন ইভেন্টটি বাতিল করা হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল।’ পপ তারকার আচমকা মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া ভরেছে ভক্তদের শোকবার্তায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
K-pop Idol Moonbin Dies: মাত্র ২৫-এই পথচলা শেষ, চলে গেলেন বিশ্বখ্যাত কে পপ তারকা মুনবিন, শোকে পাথর দুনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement