সময়টা ছিল ২০২২-এর জানুয়ারি মাস। এইরকমই এক শীতের সময় বেশ ঘটা করেই ওপার বাংলার অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন বাংলাদেশের ‘পরী’। মাত্র দিন সাতেকের প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শরিফুল রাজ ও পরীমণি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অবশ্য রাজের থেকে আলাদা হয়ে যান বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। যদিও কানাঘুষোয় শোনা যায় তাঁদের মধ্যে বহুদিন ধরেই বনিবনা হচ্ছিল না।
advertisement
এরপর চলতি বছরে পরীমনির জীবনে অনেক পরিবর্তন আসে এক কন্যাসন্তান দত্তক নেন অভিনেত্রী। মেয়ের নাম রাখেন প্রিয়ম। আপাতত ছেলে পদ্ম আর মেয়ে প্রিয়মকে নিয়েই দিনের বেশিরভাগ সময় কাটছে অভিনেত্রীর। তবে নায়িকার নতুন পোস্ট বলছে ফের প্রেমে পড়েছেন পরীমনি! আর এঁটেই রীতিমত শোরগোল পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।
আপাতত শীতের মাঝেই বাংলাদেশের ‘পরী’র জীবনে এখন ভরা বসন্তের ছোঁয়া। নিজের ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন পরীমণি। যেখানে দেখা যাচ্ছে দূরন্ত গতিতে গাড়ি ছুটছে। জানালার কাচ খোলা। আর সেই কাচের উপরের হাতের উপর হাত খেলা করছে। ব্যাকগ্রাউন্ডে চলছে সুন্দর একটা মিউজিক। এই ভিডিয়ো পোস্ট করে পরীমনি সপাটে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেম করছি।’
আরও পড়ুন: ১১ বছরের বিয়ে ভাঙছে মিঠিঝোরা সিরিয়ালের অভিনেত্রীর! সাংঘাতিক গোপন কথা ফাঁস
ব্যাস এতেই নেটিজেনদের কাছে ‘হট টপিক’ হয়ে উঠেছেন পরীমণি। পরীমণির এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে যায়। এক নেটিজেন এমন খবর আঁতকে উঠে লেখেন, ‘এ্যাঁ!’ কেউ লেখেন, ‘ঈশ্বর আপনার নতুন প্রেমকে রক্ষা করুন।’ কারোর মন্তব্য, ‘দীর্ঘ বিরতির পর, শুভেচ্ছা রইল’। এছাড়াও আরও নানান মন্তব্য উঠে এসেছে। কিন্তু কে এই নতুন প্রেমিক, তাঁর কথা অবশ্য প্রকাশ্যে আনেননি নায়িকা। আর এই সাসপেন্সেই আরও রহস্য ঘনীভূত হচ্ছে।
প্রসঙ্গত, শরিফুল রাজ ছিলেন পরীমণির পঞ্চম স্বামী। বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে জানা যায়, স্কুলে পড়া শেষেই মামাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় এই নায়িকার । সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায় । এরপর ২০১২ সাল। ফিরদৌস সৌরভ নামে এক ফুটবলার সঙ্গে বিয়ে হয় পরীমণির। তাঁর হাত ধরেই তিনি নাকি পা রাখেন রূপোলী পর্দায়।
আরও পড়ুন: পুষ্পা ২-এ মুখে মুচকি হাসি, আধা মাথায় চুল নেই, আজব লুকের অভিনেতাকে চেনেন!
এরপর ২০২০ সালের ১৪ এপ্রিল সাংবাদিক সভাপতি তামিম হাসানের সঙ্গে বাগদান সেরেছিলেন পরীমনি। যদিও তাঁদের বিয়ে হয়নি। তবে আবার কেউ কেউ দাবি করেন, গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। এরপর নিজের সিনেমার সহকারী পরিচালক রনি-র সঙ্গে প্রেম ও বিয়ে। ২০২১ সালের ১০ মার্চ বিয়ে হয় রনি ও পরীমনির। কিন্তু এই সংসার তিন মাসও টেকেনি। পরে ছবি থেকেও নাকি পরীমনিকে বাদ দিয়ে দেন সেই পরিচালক। আর এরপর শেষে শরিফুল রাজের সঙ্গে বিয়ে, তার আগে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও এতদিন সকলেরই জানা। আর এবার আবার পরীমণি বলছেন তিনি আবারও প্রেম করছেন। যদিও এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি আর প্রেম করবেন না। কিন্তু, ভরা শীতে পরীমণির মনে বসন্ত আনল কে? সে কথা অবশ্য এখনও চূড়ান্ত গোপনীয়।