Pushpa 2: মুখে মুচকি হাসি, আধা মাথায় চুল নেই, পুষ্পা-এর এই আজব লুকের অভিনেতাকে চিনতে পারছেন?

Last Updated:
Pushpa 2: 'পুষ্পা ২' ছবির ট্রেলার মুক্তির পর, তরুণ অভিনেতা তারক পোন্নাপ্পার অর্ধেক মাথা কামানো এবং মুখে বিকট রূপটান দর্শকদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। মিস না করে আপনিও দেখুন সেই ছবিটি...
1/9
'পুষ্পা ২' - এর দুই বিখ্যাত মুখের নাম উঠলে সবার আগে তালিকায় থাকবে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার নাম৷ অভিনয় থেকে লুক,  সবদিক থেকেই তাঁদের উপর থেকে চোখ ফেরানো কঠিন৷
'পুষ্পা ২' - এর দুই বিখ্যাত মুখের নাম উঠলে সবার আগে তালিকায় থাকবে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার নাম৷ অভিনয় থেকে লুক,  সবদিক থেকেই তাঁদের উপর থেকে চোখ ফেরানো কঠিন৷
advertisement
2/9
তবে আল্লু ও রশ্মিকার একচ্ছত্র রাজত্বে এবার আরও একজন ভাগ বসাচ্ছেন৷ সিনেমায় তাঁর রূপের ঝলক বা অভিনয় নজর কেড়েছে৷ তিনি আর কেউ নন,  তারক পোন্নাপ্পার (Tarak Ponnappa)৷ মাত্র কিছু ঝলকেই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের৷
তবে আল্লু ও রশ্মিকার একচ্ছত্র রাজত্বে এবার আরও একজন ভাগ বসাচ্ছেন৷ সিনেমায় তাঁর রূপের ঝলক বা অভিনয় নজর কেড়েছে৷ তিনি আর কেউ নন,  তারক পোন্নাপ্পার (Tarak Ponnappa)৷ মাত্র কিছু ঝলকেই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের৷
advertisement
3/9
অর্ধেক মাথায় একটিও চুল নেই৷ বাকি অর্ধেক মাথা আবার ভালভাবে যত্ন করে  কামানো৷ চোখ-মুখে অসম্ভব ভয়ঙ্কর মেকআপ৷ যা প্রথম দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন৷
অর্ধেক মাথায় একটিও চুল নেই৷ বাকি অর্ধেক মাথা আবার ভালভাবে যত্ন করে  কামানো৷ চোখ-মুখে অসম্ভব ভয়ঙ্কর মেকআপ৷ যা প্রথম দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন৷
advertisement
4/9
কিন্তু এতকিছুর পর আপনার মাথায় এটাই প্রশ্ন আসবে যে কে এই অভিনেতা৷ এবার সেই প্রসঙ্গে আসা যাক৷ তিনি আর কেউ ননয, পুরো নাম তারক পোন্নাপ্পা৷ 'পুষ্পা ২'-এ 'পুষ্পা'র ভাই, মোল্লেটি ধর্মরাজের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে 'দেবারা' ছবিতেও তাঁর দুরন্ত অভিনয় অনেকের নজর টেনেছিল।
কিন্তু এতকিছুর পর আপনার মাথায় এটাই প্রশ্ন আসবে যে কে এই অভিনেতা৷ এবার সেই প্রসঙ্গে আসা যাক৷ তিনি আর কেউ ননয, পুরো নাম তারক পোন্নাপ্পা৷ 'পুষ্পা ২'-এ 'পুষ্পা'র ভাই, মোল্লেটি ধর্মরাজের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে 'দেবারা' ছবিতেও তাঁর দুরন্ত অভিনয় অনেকের নজর টেনেছিল।
advertisement
5/9
'পুষ্পা ২' নিয়ে ভারতীয় সিনেমার মার্কেট বেশ গরম৷ এর মধ্যেই ট্রেলার লঞ্চ হয়ে গিয়েছে৷ সেখানেই এক ঝলক দেখা যায় পোন্নাপ্পাকে। হিন্দি এবং বাংলা ট্রেলারের দর্শকরা তাঁকে দেখতে পান, যেখানে দেখা যাচ্ছে, তাঁর মাথার একপাশে চুল রয়েছে এবং অন্যপাশে তা পুরোপুরি কামানো। মনে হবে মাথায় ঝাউবন৷
'পুষ্পা ২' নিয়ে ভারতীয় সিনেমার মার্কেট বেশ গরম৷ এর মধ্যেই ট্রেলার লঞ্চ হয়ে গিয়েছে৷ সেখানেই এক ঝলক দেখা যায় পোন্নাপ্পাকে। হিন্দি এবং বাংলা ট্রেলারের দর্শকরা তাঁকে দেখতে পান, যেখানে দেখা যাচ্ছে, তাঁর মাথার একপাশে চুল রয়েছে এবং অন্যপাশে তা পুরোপুরি কামানো। মনে হবে মাথায় ঝাউবন৷
advertisement
6/9
গলায় চটি দিয়ে তৈরি করা হয়েছে এক মালা৷ এখানেই শেষ নয়৷ অভিনেতার মুখে রয়েছে ভয়ঙ্কর রূপের ঝলক। সেই রূপ দেখলে যে কেউ ভয় পেতে পারেন৷ সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলার প্রকাশের পরই অভিনেতার এই লুক রীতিমতো ভাইরাল হয়ে যায়। অনেকে আবার জানিয়েছেন, অভিনেতার লুক ভয়ঙ্কর হলেও সেটা বেশ মজাদার।
গলায় চটি দিয়ে তৈরি করা হয়েছে এক মালা৷ এখানেই শেষ নয়৷ অভিনেতার মুখে রয়েছে ভয়ঙ্কর রূপের ঝলক। সেই রূপ দেখলে যে কেউ ভয় পেতে পারেন৷ সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলার প্রকাশের পরই অভিনেতার এই লুক রীতিমতো ভাইরাল হয়ে যায়। অনেকে আবার জানিয়েছেন, অভিনেতার লুক ভয়ঙ্কর হলেও সেটা বেশ মজাদার।
advertisement
7/9
অন্যদিকে, পটনায় 'পুষ্পা-দ্য রুল' ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এক বড় ইভেন্ট আয়োজন করা হয়। রবিবার, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার পাটনা পৌঁছানোর আগে থেকেই গাঁধী ময়দানে ভিড় জমতে শুরু করে।
অন্যদিকে, পটনায় 'পুষ্পা-দ্য রুল' ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এক বড় ইভেন্ট আয়োজন করা হয়। রবিবার, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার পাটনা পৌঁছানোর আগে থেকেই গাঁধী ময়দানে ভিড় জমতে শুরু করে।
advertisement
8/9
অনুষ্ঠানে ১০,০০০-এরও বেশি মানুষ সেখানে উপস্থিত হন, যাতে তাঁরা পুষ্পা ২-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখতে পারেন। ভিড় নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে লাঠিচার্জও করতে হয়। তবে, অল্লু এবং রশ্মিকা মঞ্চে পৌঁছানোর পর অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।
অনুষ্ঠানে ১০,০০০-এরও বেশি মানুষ সেখানে উপস্থিত হন, যাতে তাঁরা পুষ্পা ২-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখতে পারেন। ভিড় নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে লাঠিচার্জও করতে হয়। তবে, অল্লু এবং রশ্মিকা মঞ্চে পৌঁছানোর পর অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।
advertisement
9/9
মঞ্চে উঠে দর্শকদের শান্ত থাকার আবেদন করে সাউথ সুপারস্টার অল্লু বলেন, "পুষ্পা কখনও কারও সামনে নিচু করেনি, তবে অনুরাগীদের ভালবাসার সামনে সে মাথা ঝুঁকিয়ে রাখে।" ৫ ডিসেম্বর, সুকুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়।
মঞ্চে উঠে দর্শকদের শান্ত থাকার আবেদন করে সাউথ সুপারস্টার অল্লু বলেন, "পুষ্পা কখনও কারও সামনে নিচু করেনি, তবে অনুরাগীদের ভালবাসার সামনে সে মাথা ঝুঁকিয়ে রাখে।" ৫ ডিসেম্বর, সুকুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়।
advertisement
advertisement
advertisement