TRENDING:

ভীষণ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি অভিনেতা ধর্মেন্দ্র, প্রার্থনায় ভক্তরা, কেমন আছেন বলিউডের 'হি-ম্যান'?

Last Updated:

ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, ভক্তরা দ্রুত আরোগ্যের কামনা করছেন, চিকিৎসকরা কী বলছেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে খবরটি প্রকাশ্যে আসতেই চিন্তার ছায়া নেমে আসে ভক্তদের মধ্যে। পরে হাসপাতাল সূত্রে জানা যায়, এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আতঙ্কের কিছু নেই।
News18
News18
advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, ধর্মেন্দ্র নিজেই শ্বাসকষ্টের অভিযোগ নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসার জন্য তাঁকে আপাতত আইসিইউতে রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য। হাসপাতালের এক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ধর্মেন্দ্র এখন ঘুমাচ্ছেন। ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাঁর সমস্ত শারীরিক মান স্বাভাবিক রয়েছে। হার্ট রেট ৭০, রক্তচাপ ১৪০/৮০ এবং প্রস্রাব নিঃসরণও ঠিক আছে।”

‘একটুও হতাশ হইনি…’ ৮২টা কেমো নিয়েও উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্রথম দশে! অবসাদের পৃথিবীকে কী বার্তা অদ্রিজার?

advertisement

শুক্রবার সন্ধ্যায় অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয়। এক সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়, ধর্মেন্দ্র নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু কোনও ভাবে খবরটি বড় আকার নেয়। সূত্রের বক্তব্য, “তাঁকে কেউ হাসপাতালে দেখেছিলেন হয়তো, তার পরই খবর ছড়িয়ে পড়ে যে তিনি অসুস্থ। কিন্তু বাস্তবে তিনি একদম ভাল আছেন এবং চনমনে মেজাজেই রয়েছেন।” তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্মেন্দ্র গত পাঁচ দিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন, যদিও পরিবারের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

advertisement

উল্টোপাল্টা খেয়ে হজমশক্তির ‘বারোটা’ বেজে গিয়েছে? ৭ প্রাকৃতিক উপায়ে দ্রুত ঠিক করুন!

অভিনেতার বয়স এখন প্রায় নব্বই। আগামী ৮ ডিসেম্বর তাঁর জন্মদিন। বলিউডের ইতিহাসে “হি-ম্যান” নামে খ্যাত ধর্মেন্দ্র দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল ছবিতে অভিনয় করেছেন—শোলে, চুপকে চুপকে, সত্যকম, সীতা অউর গীতা, এবং আরও বহু জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর কাজ আজও দর্শকের মনে অম্লান। বয়সের ভার থাকা সত্ত্বেও তিনি এখনও সক্রিয় এবং আগামী দিনে পরিচালক রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘ইক্কিস’-এ দেখা যাবে তাঁকে।

advertisement

অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই দেশজুড়ে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য বার্তা—কেউ লিখেছেন, “ধর্ম পাজি সবসময় শক্তিশালী,” কেউ বা বলছেন, “আমাদের হি-ম্যান খুব শিগগির সুস্থ হয়ে উঠুন।” চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাফ সিরাপের নেশায় বুঁদ! নিষিদ্ধ মাদক-সহ পুলিশের জালে বড়সড় পাচারচক্র
আরও দেখুন

মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের বাইরে ভক্তদের ভিড় জমেছে শুক্রবার রাত থেকেই। প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এই অভিনেতা ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ হাতে রয়েছেন এবং খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভীষণ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি অভিনেতা ধর্মেন্দ্র, প্রার্থনায় ভক্তরা, কেমন আছেন বলিউডের 'হি-ম্যান'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল