উৎসবের মরশুমে প্রচুর খেয়ে ফেলেছেন? অন্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধারের ৭ প্রাকৃতিক উপায় জানুন, সুস্থতার এগুলোই মূল কথা!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Digestive Problem: উল্টোপাল্টা খেয়ে খেয়ে হজমের গোলমাল? কী ভাবে নিজেদের হজমশক্তি স্বাভাবিকভাবে পুনরায় ঠিক করা যেতে পারে তা এখানে দেওয়া হল। 
 উৎসবের মরশুম শুধুমাত্র আনন্দ করার সময়। কিন্তু পাচনতন্ত্র সবসময় অতিরিক্ত মিষ্টি এবং ভারী খাবারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। যদি পরে পেট ফোলা, অলস বোধ করা হয়, তাহলে নিজের অন্ত্রকে তার প্রাপ্য যত্ন দেওয়ার সময় এসেছে। কীভাবে নিজেদের হজমশক্তি স্বাভাবিকভাবে পুনরায় সেট করা যেতে পারে তা এখানে দেওয়া হল।
advertisement
advertisement
advertisement
advertisement
 ৪. প্রতিদিন ইয়াকুল্ট পান করা যেতে পারে---  ৬.৫ বিলিয়নেরও বেশি জীবন্ত উপকারী ল্যাকটোব্যাসিলাস কেসি শিরোটা (এলসিএস) ব্যাকটেরিয়া ধারণকারী ইয়াকুল্ট হজম এবং অন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ইয়াকুল্ট ইন্ডিয়ার গবেষণা পেজে, উদ্ধৃত গবেষণা অনুসারে, দৈনিক এলসিএস গ্রহণের সঙ্গে যুক্ত করা হয়েছে: - অন্ত্রের নিয়মিততা এবং মলের ধারাবাহিকতা উন্নত করা - কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা থেকে মুক্তি - প্রাকৃতিক ঘাতক (এনকে) কোষ সক্রিয়করণ এবং প্রদাহ-বিরোধী সাইটোকাইন বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা - স্ট্রেস এবং ক্লান্তি হ্রাস, যেমনটি ৬ সপ্তাহ প্রোবায়োটিক গ্রহণের পরে উদ্বেগ হ্রাস এবং উন্নত বায়বীয় ক্ষমতা দেখিয়েছেন এমন ক্রীড়াবিদদের উপর গবেষণায় দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement

