Tollywood Gossip: ১১ বছরের বিয়ে ভাঙছে মিঠিঝোরা সিরিয়ালের অভিনেত্রীর...! স্বামীর বিরুদ্ধে বিরাট অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

Last Updated:

কিছুদিনের বিরতি কাটিয়ে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফেরেন রিয়া। ধারাবাহিক ‘পঞ্চমী’তেও দেখা গিয়েছিল রিয়াকে। বর্তমানে 'মিঠিঝোরা' ধারাবাহিকে অন্যতম প্রধান খলনায়িকা তিনি। নায়ক শৌর্যের বৌদির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

১১ বছরের বিয়ে ভাঙছে মিঠিঝোরা সিরিয়ালের অভিনেত্রীর...! স্বামীর বিরুদ্ধে বিরাট অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
১১ বছরের বিয়ে ভাঙছে মিঠিঝোরা সিরিয়ালের অভিনেত্রীর...! স্বামীর বিরুদ্ধে বিরাট অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
কলকাতা: টলিউডে ফের সম্পর্কে ভাঙনের খবর। সম্পর্ক ভাঙছে অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। সম্প্রতি ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তী একজন পরিচালক। তাঁদের সম্পর্কের যে অবনতি ঘটেছে, ইন্ডাস্ট্রিতে সেই খবর আগেই ছড়িয়েছিল। সমাজমাধ্যমে রিয়ার পোস্টের পরেই সবটা পরিষ্কার হয়ে গিয়েছে নেটিজেনদের কাছে।
এদিন ফেসবুকে রিয়া লিখেছেন, ‘‘আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমাকে ওঁর বিষয়ে কোনও কিছু জিজ্ঞাসা করবেন না।’’  ২০১৩ সালে রিয়া ও অরিন্দম গাঁটছড়া বাঁধেন। দম্পতির যমজ সন্তান রয়েছে। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন তা ফেসবুকে লেখেননি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে  স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাঁর।গত কয়েক বছর ধরে আলাদা থাকেন তাঁরা।
advertisement
advertisement
কিছুদিনের বিরতি কাটিয়ে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফেরেন রিয়া। ধারাবাহিক ‘পঞ্চমী’তেও দেখা গিয়েছিল রিয়াকে। বর্তমানে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অন্যতম প্রধান খলনায়িকা তিনি। নায়ক শৌর্যের বৌদির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Gossip: ১১ বছরের বিয়ে ভাঙছে মিঠিঝোরা সিরিয়ালের অভিনেত্রীর...! স্বামীর বিরুদ্ধে বিরাট অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement