TRENDING:

তাবড় তাবড় তারকাদের সঙ্গে ‘সেরার সেরা সম্মান ২০২৫’! রাজ্যের দরবারে বীরভূমের নাম উজ্জ্বল করল সিউড়ির খুদে, জানুন পরিচয়

Last Updated:
পুরস্কার হাতে পাওয়ার মুহূর্তে করতালির গর্জনে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থিত অতিথিদের অনেকেই বলছেন, "এই ছোট্ট মেয়েটি আগামী দিনে বীরভূমের মুখ উজ্জ্বল করবে গোটা রাজ্যের মঞ্চে।"
advertisement
1/5
তাবড় তাবড় তারকাদের সঙ্গে ‘সেরার সেরা সম্মান ২০২৫’! বীরভূমের নাম উজ্জ্বল করল সিউড়ির খুদে
বীরভূমের সিউড়ি রক্ষাকালীতলার ছোট্ট মেয়ে সম্পূর্ণা নরসুন্দর আবারও তুলে ধরল জেলার নাম আলোচনার শীর্ষে। মাত্র সাত বছর বয়সেই অভিনয় ও নৃত্যের জগতে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে ‘সেরার সেরা সম্মান ২০২৫’ অর্জন করেছে এই শিল্পী। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক গ্ল্যামারাস পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় মুখরা। ‘জোয়ার ভাটা’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরশুরাম’, ‘রঘুডাকাত’, ‘জগদ্ধাত্রী’, ‘শুভ বিবাহ’, ‘পঞ্চমী’, ‘ফুলকি’, ‘কথা’, ‘রাজরাজেশ্বরী’, ‘রানী ভবানী’, ‘অতি উত্তম’, ‘পরিণীতা’-র মতো একাধিক সিরিয়াল ও সিনেমার তারকারা। তাঁদের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠেছে বীরভূমের ছোট্ট তারকা সম্পূর্ণা নরসুন্দর।
advertisement
3/5
পুরস্কার হাতে পাওয়ার মুহূর্তে করতালির গর্জনে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থিত অতিথিদের অনেকেই বলছেন, "এই ছোট্ট মেয়েটি আগামী দিনে বীরভূমের মুখ উজ্জ্বল করবে গোটা রাজ্যের মঞ্চে।"
advertisement
4/5
অভিনয় ও নৃত্য দু'ই ক্ষেত্রেই সমান পারদর্শী সম্পূর্ণা। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর নাচ এবং সংলাপ পরিবেশনা মুগ্ধ করেছে দর্শক-সমালোচক সকলকেই। নিজের স্বপ্নের কথা জানিয়ে সম্পূর্ণা বলেছে, "আমি বড় হয়ে বড় নৃত্যশিল্পী ও অভিনেত্রী হতে চাই। দেশের মতো বিদেশেও যেন বীরভূমের নাম পৌঁছয়।"
advertisement
5/5
সম্পূর্ণার এই সাফল্যে গর্বিত পুরো সিউড়ি, গর্বিত বীরভূম। স্থানীয় মানুষজনের সঙ্গে শিল্পী মহল, সবার মুখে একটাই কথা, "সম্পূর্ণা আমাদের জেলার আসল গর্ব, সে প্রমাণ করে দিচ্ছে প্রতিভা বয়সে নয়, মনের জোরে মাপে।" বীরভূমের মাটিতে জন্ম নেওয়া এই ছোট্ট মেয়েটি আজ দেখিয়ে দিল স্বপ্ন বড় হলে বয়স কোনও বাধা নয়। সম্পূর্ণা নরসুন্দর আজ পুরো বীরভূমের গর্ব। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/বিনোদন/
তাবড় তাবড় তারকাদের সঙ্গে ‘সেরার সেরা সম্মান ২০২৫’! রাজ্যের দরবারে বীরভূমের নাম উজ্জ্বল করল সিউড়ির খুদে, জানুন পরিচয়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল