আরও পড়ুন : গোলাপি শহরের পথে ক্যাটরিনার অঙ্গে হলুদ শরারা, ভিকির পরনে কল্কাদার রেশমি কুর্তা
কবীর খান, শঙ্কর মহাদেবন, গুরদাস মান, রাধিকা মান, শর্বরী ওয়াঘ, নেহা ধুপিয়া-সহ বলিউডের বহু মুখ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিয়ের আসরে৷ বিয়েতে আসার কথা আছে শাহরুখ খান, অক্ষয় কুমার এবং হৃতিক রোশনেরও৷
আরও পড়ুন : মাত্র একটা মেসেজ পাঠিয়েই সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন ক্যাটরিনা
advertisement
পঞ্চদশ শতকের এই দুর্গে রাজকীয় ঘরানায় ভিকি ও ক্যাটরিনার বিয়ে হবে একান্তই ব্যক্তিগত পরিসরে৷ আমন্ত্রিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিজনরাই৷ মঙ্গলবার সঙ্গীত, বুধবার মেহন্দির পর বিয়ে হবে বৃহস্পতিবার৷ স্পেশাল রিসেপশনের আয়োজন হচ্ছে ১০ ডিসেম্বর৷
আরও পড়ুন : বিয়ের আগেই বেকায়দায়? রাজস্থানে ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, কেন জানেন?
রাজকীয় পরিবেশে বিয়ের সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকবে রাজ-ঘরানা৷ শোনা গিয়েছে, ভিকি কৌশল বিয়ের মণ্ডপে ঢুকবেন সাতটি দুধসাদা ঘোড়ায় টানা গাড়িতে৷ সোয়াই মাধোপুর জেলার বিখ্যাত রণথম্বর ব্যাঘ্র প্রকল্পেও নাকি বেড়াতে নিয়ে যাওয়া হবে বিয়ের অতিথিদের৷
তারকা জুটির বিয়ে উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ‘সিক্স সেন্সেন্স রিসর্ট’-কে৷ বিয়ের অনুষ্ঠান পালিত হচ্ছে সম্পূর্ণ কোভিডরীতি মেনে৷ অতিথি অভ্যাগতদের কোভিড টিকা নেওয়া না থাকলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক৷