আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন ধারাবাহিকে 'আলিবাবা' চরিত্রের অভিনেতা। এই মুহূর্তে সেই চরিত্র থেকে সরিয়ে দেওয়া হবে সিজানকে। তেমনটাই শোনা যাচ্ছে মুম্বই টেলিপাড়া সূত্রে। মুখ্য ভূমিকায় সম্ভবত দেখা যাবে অভিষেক নিগামকে।
আরও পড়ুন: আহা! চায়ের কাপে আঁকা মেসির ছবি, দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক্টর, তিন পাল্টি পিকআপ ভ্যানে! মৃত ১
আরও পড়ুন: সঙ্গমের জন্য মেয়েদের ব্যবহার করত সিজান, তুনিশার সঙ্গেও...বিস্ফোরক নায়িকার বন্ধু!
প্রসঙ্গত অভিষেকের সঙ্গে আগে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তুনিশা। তাঁরই প্রাক্তন নায়ক এবার এই মেগাতে দেখা দেবেন বলে গুঞ্জন। কিন্তু সেই ধারাবাহিকে আর তুনিশাকে দেখা যাবে না কোনও দিন। 'হিরো গায়েব মোড অন' মেগাতে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক এবং প্রয়াত নায়িকা। যদিও এই খবরে নির্মাতাদের পক্ষ থেকে শিলমোহর পড়েনি।
গত সোমবার রাত ২টো নাগাদ সেই সেটেই পুলিশ সিজানকে নিয়ে যায়। সেখানে একটা কাগজের টুকরো মেলে। যার একদিকে লেখা, 'সিজান', অন্য দিকটায় লেখা 'তুনিশা'। সেই পৃষ্ঠাতেই অস্পষ্ট ভাবে লেখা, 'সিজান আমার মতো সহ-অভিনেত্রী পেয়েছে ওর ভাগ্য ভাল।' সুইসাইড নোট না মিললেও আপাতত সেই নোটের ভিত্তিতে তদন্ত চলছে। এছাড়া সিজানের ফোন খতিয়ে দেখা হচ্ছে।