Howrah News: আহা! চায়ের কাপে আঁকা মেসির ছবি, দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না

Last Updated:

সৌরভ লেখাপড়া এবং পারিবারিক ব্যবসা সামাল দিয়ে অবসর সময় ভালবাসেন ছবি আঁকতে।

+
title=

#হাওড়া: চায়ের কাপে অসামান্য কারুকার্য, শিল্পীর তুলির টানে চায়ের কাপে উপর রংয়ের আঁকি-বুকিতে ফুটে উঠছে ফুটবল তারকা। সবেমাত্র ফুটবল বিশ্বকাপের আসর ভেঙেছে। এবার কাতারে আনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ এক অনন্য নজির সারা বিশ্বের কাছে, পৃথিবীর নানা দেশে ফুটবল আসর বসেছে আর সেই আসর নানাভাবে নজর কেড়েছে বিশ্ববাসীর কাছে। তবে এবার মরু দেশে ফুটবল বিশ্বকাপের আসর শুরু হওয়ার আগে পর্যন্ত অকল্পনীয় ছিল বহুমানুষের কাছে, সব ধারণাকে পেছনে ফেলে কাতার বিশ্বকাপ চমকের মধ্য দিয়ে মেতে উঠেছিল বিশ্ববাসী, মরুদেশে এমন আয়োজন রীতিমত নজরকারা।
আর এই নজর কারা আসরে ছাপ রেখে গেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ সমাপ্ত হলেও আর্জেন্টিনার কাপ জেতা বা মেসির হাতে বিশ্বকাপ দেখার স্মৃতি, আনন্দে আত্মহারা মেসি ভক্তরা। বিশ্বজুড়ে আর্জেন্টিনা তথা মেসি ভক্তদের উল্লাস, সেই আনন্দ উন্মাদনায় গা ভাসিয়েছে কোটি কোটি মেসি ভক্ত। এমনি এক শিল্পী, মেসি ভক্তের হদিস মিলল হাওড়ার বাগনানে।
advertisement
আরও পড়ুন: শহরে হুক্কা বার এখনও চলছে? ৫০টির বেশি জায়গা চিহ্নিত করে হানা দিতে আসছে পুরসভা
বাগনানের সৌরভ সামন্ত সে ম্যাথমেটিক্সে স্নাতক। সৌরভ লেখাপড়া এবং পারিবারিক ব্যবসা সামাল দিয়ে অবসর সময় ভালবাসেন ছবি আঁকতে। তিনি জানান, এবার বিশ্বকাপে তাঁর প্রিয় দল জেতার পর থেকেই প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের প্রতি কিছু করে দেখানোর ইচ্ছে ছিল তাঁর, তা থেকেই এবার সৌরভ প্রায় ১৪০ টি কাগজের চায়ের কাপে ফেব্রিক রংয়ের সাহায্যে ফুটবল তারকা লিওনেল মেসির মুখমণ্ডল তৈরি করেছেন, যা রীতিমতো চমকে যাওয়ার মতো। প্রায় সাত থেকে আট ঘণ্টার প্রচেষ্টায় শিল্পী এই ছবিটি তৈরি করেছেন।
advertisement
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আহা! চায়ের কাপে আঁকা মেসির ছবি, দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement