সঙ্গমের জন্য মেয়েদের ব্যবহার করত সিজান, তুনিশার সঙ্গেও...বিস্ফোরক নায়িকার বন্ধু!

Last Updated:

রায়ার দাবি, একইসঙ্গে ৬-৭জন মহিলার সঙ্গে সম্পর্কে থাকেন সিজান। তিনি এই তথ্য জানতে পারেন আরও এক মহিলার কাছ থেকে। যে মহিলা নাকি সিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু তুনিশার কথা জানতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে যান।

#মুম্বই: সম্পর্কের কারণে মানসিক রোগে ভুগছিলেন প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা? অন্তত সেরকমই অভিযোগ বারবার উঠছে। কখনও পরিবারের তরফে, কখনও বা প্রয়াত নায়িকার বান্ধবীর তরফে। ইতিমধ্যে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে 'আলি বাবা: দাস্তান -এ কাবুল' ধারাবাহিকে তুনিশার সহ-অভিনেতা সিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত চারদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।
ধারাবাহিকের সেটের মেকআপ রুমে তুনিশার মৃতদেহ মেলে। শনিবার ভাসাইয়ের ধারাবাহিকের সেট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয়, আত্মঘাতী হয়েছিলেন তিনি। এরই মাঝে তুনিশার মা মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক সিজানকে। কিন্তু বিচ্ছেদের ১৫ দিন পরেও শনিবার তাঁরা একসঙ্গে বসে মধ্যাহ্নভোজন সেরেছেন। তার পরেই এই ঘটনা ঘটে।
advertisement
advertisement
এরই মাঝে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তুনিশার বান্ধবী রায়া লাবিব সিজানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তোলেন। রায়ার কথায়, ''সিজান একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছে। কিন্তু কাউকেই মন থেকে ভালবাসে না সে। যৌন সঙ্গমের জন্য মহিলাদের ব্যবহার করে। তুনিশার সঙ্গেও তাই করেছে। যৌন সুখের জন্য সম্পর্কে জড়িয়েছে। তার পর মন ভরে যেতে ছেড়েও দিয়েছে ওকে। কয়েক দিন আগে বিউটি পার্লারে দেখা হয়েছিল তুনিশার সঙ্গে। মুখ দেখে মনে হচ্ছিল, খুবই মন খারাপ এবং দুশ্চিন্তায় রয়েছে সে।''
advertisement
রায়ার দাবি, একইসঙ্গে ৬-৭জন মহিলার সঙ্গে সম্পর্কে থাকেন সিজান। তিনি এই তথ্য জানতে পারেন আরও এক মহিলার কাছ থেকে। যে মহিলা নাকি সিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু তুনিশার কথা জানতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে যান।
advertisement
তুনিশার দেহকে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, শনিবার ওয়াশরুম গিয়েছিলেন তুনিশা। দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে ফেরেননি তিনি। এর পর দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাঁর প্রেমিক সিজান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিনই গ্রেফতার করা হয় সিজানকে। আপাতত চার দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।
advertisement
মঙ্গলবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য হয়েছে। সোমবার রাতেই অভিনেত্রীর মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঙ্গমের জন্য মেয়েদের ব্যবহার করত সিজান, তুনিশার সঙ্গেও...বিস্ফোরক নায়িকার বন্ধু!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement