শ্রদ্ধা ওয়ালকারের পরিণতি দেখেই সম্পর্কে ছেদ? তুনিশাকাণ্ডে বিস্ফোরক প্রেমিক সিজান
- Published by:Teesta Barman
Last Updated:
তুনিশার দেহকে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, শনিবার ওয়াশরুম গিয়েছিলেন তুনিশা। দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে ফেরেননি তিনি।
#মুম্বই: ধারাবাহিকের সেটের মেকআপ রুমে প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা। শনিবার ভাসাইয়ের ধারাবাহিকের সেট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয়, আত্মঘাতী হয়েছিলেন তিনি। এরই মাঝে তুনিশার মা মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক সিজান খানকে। 'আলি বাবা: দাস্তান -এ কাবুল' ধারাবাহিকে কাজ করতেন এঁরা দু'জনেই।
পুলিশের কাছে জেরার সময়ে সিজান দাবি করেন, শ্রদ্ধা ওয়ালকারের হত্যার ঘটনার কারণেই তিনি তুনিশার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন। পুলিশ সূত্রে খবর, তিনি দাবি করেছেন, শ্রদ্ধার হত্যাকাণ্ড এবং তার পরের প্রতিক্রিয়ার ঘটনা তাঁকে মানসিক ভাবে আঘাত করেছিল। সিজানের দাবি, তিনি চাইছিলেন না, তাঁর এবং তুনিশার সম্পর্কে তার কোনও প্রভাব পড়ুক, তাই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন।
advertisement
advertisement
দিল্লির শ্রদ্ধা ওয়ালকারের হত্যার ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত দেশবাসী। ২৮ বছরের আফতাব পুণেওয়ালা তাঁর লিভ-ইন সঙ্গীকে (২৬) শ্বাসরোধ করে খুন করে ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল। তিহার জেলে বন্দি সেই আফতাবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখনও তদন্ত চলছে সেই হত্যাকাণ্ডের। সেই ঘটনার কথাই বিশেষ ভাবে উল্লেখ করেছেন তুনিশার প্রাক্তন প্রেমিক সিজান খান। এ ছাড়া তাঁদের বয়সের পার্থক্যকেও (৮ বছর) বিচ্ছেদের কারণ হিসেবে তুলে ধরেছেন অভিনেতা।
advertisement
সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই মেগারই আর এক অভিনেতা বিনীত রায়না। অভিনেতার কথায় জানা যায়, তুনিশা-সিজান সেটের মধ্যে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবেই দেখা যেত বেশিরভাগ সময়ে। তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। বিনীত জানালেন, তুনিশা-সিজান নিজেদের ঘরে একসঙ্গে সময় কাটাতেন। একসঙ্গে গান শুনতেন যুগল। বিনীতের কথায়, ''কোনও দিনও ঝগড়া করতে দেখিনি ওদের। একে অপরকে সম্মান দিয়ে কথা বলত। তার পরেও কী ঘটল, আমি জানি না, দু'জনের সঙ্গেই কথা বলতাম আমি।''
advertisement
তুনিশার দেহকে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, শনিবার ওয়াশরুম গিয়েছিলেন তুনিশা। দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে ফেরেননি তিনি। এর পর দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাঁর প্রেমিক সিজান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিনই গ্রেফতার করা হয় সিজানকে। আপাতত চার দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে।
advertisement
মঙ্গলবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য হবে। সোমবার রাতে অভিনেত্রীর মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 10:47 AM IST