মঙ্গলবার শেষকৃত্য তুনিশার, মৃত্যুর আগে সিজানের সঙ্গে কী ভাবে সময় কাটান অভিনেত্রী
- Published by:Sanchari Kar
Last Updated:
২৪ ডিসেম্বর মৃত্য় হয় তুনিশার। ধারাবাহিকের মেকআপ রুমে মেলে তাঁর নিথর দেহ। এর পর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়।
#মুম্বই: মঙ্গলবার মুম্বইয়ে তুনিশা শর্মার শেষকৃত্য হবে। সোমবার রাতে অভিনেত্রীর মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
২৪ ডিসেম্বর মৃত্য় হয় তুনিশার। ধারাবাহিকের মেকআপ রুমে মেলে তাঁর নিথর দেহ। এর পর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে সব নিয়মকানুন মেনে অভিনেত্রীর মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সারা রাত মীরা রোডের একটি মর্গে রাখা হয় সেটি। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হবে শেষকৃত্য।
জানা গিয়েছে, মৃত্যুর আগের কয়েক ঘণ্টা প্রেমিক সিজান খানের সঙ্গে কাটিয়েছিলেন তুনিশা। সেই চরম পদক্ষেপ করার আগে একসঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তাঁরা।
advertisement
advertisement
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। তুনিশার পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
advertisement
ইতিমধ্যেই তুনিশার প্রেমিক সিজান মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচণা দেওয়ার মামলা দায়ের করা হয়। আদালতেও পেশ করা হয়েছে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 9:08 AM IST