West Bardhaman News: জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক্টর, তিন পাল্টি পিকআপ ভ্যানে! মৃত ১
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একটি ধান বোঝাই ট্রাক্টর পানাগড় থেকে গলসি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
#পশ্চিম বর্ধমান: দু'টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। গুরুতর ভাবে আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে এদিন সকাল দশটা নাগাদ পানাগড় সেনা ছাউনির তিন নম্বর গেটের কাছে। দু'নম্বর জাতীয় সড়কের ওপর হয়েছে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ধান বোঝাই ট্রাক্টর পানাগড় থেকে গলসি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তখনই ট্রাক্টরের ইঞ্জিনের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ট্রাক্টর চালকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তুফান শেখ। ৩০ বছর বয়সী তুফান শেখের বাড়ি গলসি এলাকায়। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণের জন্য।ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তারপর ওই এলাকার রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। এই দুর্ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
advertisement
advertisement
এই দুর্ঘটনার পর এলাকায় বেশ কিছু মানুষের ভিড় জমে যায়। তবে পুলিশ সেই জমায়েত সরিয়ে দেয়। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রাক্টরটির গতি বেশি থাকার জন্য সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার ফলেই এই দুর্ঘটনা। অন্যদিকে, অপর দুর্ঘটনাটি ঘটেছে দুপুর একটা নাগাদ পানাগড় বাইপাসে পাঠানপাড়া সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যান কলকাতা থেকে রঙের কৌটো বোঝাই করে যাচ্ছিল। তখনই আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর তিন পালটি মেরে উল্টে যায় ওই গাড়িটি।
advertisement
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চেপে দুঃসাহসিক চুরি, মেদিনীপুরে মারাত্মক কাণ্ড!
এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা চালক গুরুতরভাবে আহত হয়েছেন। কাঁকসা থানার পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তারপর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসের আসানসোলগামী রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ পিকআপ ভ্যানটিকে অন্যত্র সরিয়ে, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 29, 2022 12:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক্টর, তিন পাল্টি পিকআপ ভ্যানে! মৃত ১