প্রেমিক মৃত্যু্ঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে লিভ-ইন করতেন শার্লি। তবে যৌথ ভাবেই পাঁচ বছরের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন তাঁরা। নিউজ18 বাংলাকে শার্লি বলেন, 'একসঙ্গে থেকে খারাপ থাকার চেয়ে আলাদা হওয়াই ভাল। আমরা দু'জনেই ভাল আছি। এখন আমি একা। অনেক দায়িত্ব নিজেকে নিতে হচ্ছে। অনেক কিছু শিখছি।'
আরও পড়ুন: 'পাঠান' নিয়ে বিতর্কের মাঝেই এ কী বলে বসলেন গৌরী! জানলে অবাক হবেন
advertisement
আরও পড়ুন: 'প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে', গোল্ডেন গ্লোব জয়ে RRR-এর টিমকে শুভেচ্ছা মোদির
'লক্ষ্মী কাকিমা' চলাকালীন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শার্লি। কাজের ব্যস্ততার মাঝে বিচ্ছেদের যন্ত্রণা তাঁর মনে বিশেষ ছাপ ফেলেনি। তাঁর কথায়, "ব্রেক আপ হয়েছে বলে বসে বসে কাঁদব, এমনটা নয়। এই বিচ্ছেদ আমাকে অনেক কিছু শিখিয়েছে। ইতিবাচক দিকগুলির দিকে তাকানোর চেষ্টা করছি।"
আপাতত নিজেকে গুছিয়ে নিচ্ছেন শার্লি। করছেন আগামীর পরিকল্পনা। তিনি বললেন, "ফের বাংলা ধারাবাহিকে কাজ করব।
অবশ্যই লিড রোল করার ইচ্ছা। এ বার একটু অন্য ধরনের কাজ করতে চাই। তারই অপেক্ষায় রয়েছি।"
