'প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে', গোল্ডেন গ্লোব জয়ে RRR-এর টিমকে শুভেচ্ছা মোদির
- Published by:Sanchari Kar
Last Updated:
শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও।
#নয়াদিল্লি: গোল্ডেন গ্লোবের মঞ্চে ভারতের জয়জয়কার। তৈরি হল ইতিহাস। এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-এর 'নাটু নাটু' গোল্ডেন গ্লোবসে সেরা গানের শিরোপা জিতে নিল। এই বিভাগে টেলার সুইফ্ট এবং লেডি গাগাদের মতো শিল্পিদের টেক্কা দিয়েছে এম এম কিরাবাণী রচিত এই গান।
'আরআরআর'-এর এই জয়ে আপ্লুত গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে তিনি ট্যুইট করে লেখেন, 'এ এক অভূতপূর্ব সাফল্য।' ছবির শিল্পী এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই সম্মান প্রত্যেকটি ভারতীয়কে গর্বিত করেছে।'
A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every Indian very proud. https://t.co/zYRLCCeGdE
— Narendra Modi (@narendramodi) January 11, 2023
advertisement
advertisement
শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও। ট্যুইট করে কিং খান লিখেছেন, 'ঘুম থেকে উঠেই নাটু নাটু গানে নেচে গোল্ডেন গ্লোব জয়ের আনন্দ উদযাপন করেছি। এ রকম আরও অনেক পুরস্কার আসবে। আপনারা আবার ভারতকে গর্বিত করবেন।'
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
advertisement
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন এম এম কিরাবাণী। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, 'এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির'। এই গানে অভূতপূর্ব এনার্জি নিয়ে নাচার জন্য ছবির দুই নায়ক রাম চরণ এবং জুনিয়র এনটিআরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 1:42 PM IST