'প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে', গোল্ডেন গ্লোব জয়ে RRR-এর টিমকে শুভেচ্ছা মোদির

Last Updated:

শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও।

#নয়াদিল্লি: গোল্ডেন গ্লোবের মঞ্চে ভারতের জয়জয়কার। তৈরি হল ইতিহাস। এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-এর 'নাটু নাটু' গোল্ডেন গ্লোবসে সেরা গানের শিরোপা জিতে নিল। এই বিভাগে টেলার সুইফ্ট এবং লেডি গাগাদের মতো শিল্পিদের টেক্কা দিয়েছে এম এম কিরাবাণী রচিত এই গান।
'আরআরআর'-এর এই জয়ে আপ্লুত গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে তিনি ট্যুইট করে লেখেন, 'এ এক অভূতপূর্ব সাফল্য।' ছবির শিল্পী এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই সম্মান প্রত্যেকটি ভারতীয়কে গর্বিত করেছে।'
advertisement
advertisement
শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও। ট্যুইট করে কিং খান লিখেছেন, 'ঘুম থেকে উঠেই নাটু নাটু গানে নেচে গোল্ডেন গ্লোব জয়ের আনন্দ উদযাপন করেছি। এ রকম আরও অনেক পুরস্কার আসবে। আপনারা আবার ভারতকে গর্বিত করবেন।'
advertisement
অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন এম এম কিরাবাণী। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, 'এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির'। এই গানে অভূতপূর্ব এনার্জি নিয়ে নাচার জন্য ছবির দুই নায়ক রাম চরণ এবং জুনিয়র এনটিআরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে', গোল্ডেন গ্লোব জয়ে RRR-এর টিমকে শুভেচ্ছা মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement